ঈদ ও নববর্ষের ছুটির পর মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। আজ (সোমবার) নিজেদের ১০ ম্যাচ মিরপুরে প্রাইম ব্যাংকের মুখোমুখি ফেভারিট আবাহনী। সেই ম্যাচে সেঞ্চুরি করেছেন নাইম শেখ ও নাজমুল হোসেন শান্ত। জোড়া সেঞ্চুরিতে ভর করে আবাহনী থামে ৪ উইকেটে ৩৪১ রানে।
১০৪ বলে ১০ বাউন্ডারি ২ ছক্কায় ১০৫ রান করেছেন নাইম শেখ। এবারের প্রিমিয়ার লিগে এটাই তার প্রথম সেঞ্চুরি। রেজাউর রাজার বলে মুশফিকুর রহিমের তালুবন্দি হয়ে ফেরেন নাইম।
নাজমুল হোসেন শান্তরও লিগে এটা প্রথম সেঞ্চুরি। তিনি থামেন ৮৫ বলে ১৩ বাউন্ডারি ৪ ছক্কায় ১১৮ রানে। ৪৯তম ওভারে নাজমুল বোল্ড হন হাসান মাহমুদের বলে। সেই ওভারেই আফিফ হোসেনকে ফেরান হাসান মাহমুদ। ২ উইকেট নিলেও ১০ ওভারে এই পেসারের খরচ ৭৬ রান।
১৯৯ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর জুটি বাঁধেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেটে তারা গড়েন ১২৩ রানের জুটি। শান্ত ফিরে গেলেও হৃদয় অপরাজিত ছিলেন ৩৫ বলে ২ বাউন্ডারি ৪ ছক্কায় ৬৫ রানে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে ছুটি নেওয়া লিটন দাস ম্যাচটি খেলেননি আবাহনীর হয়ে।
বিকেএসপিতে অপর ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১৫০ রানে অলআউট হয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। সর্বোচ্চ ৩০ রান ইফতেখার হোসেনের। ৮ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন মাশরাফি বিন মর্তুজা। ৩০ রানে শুভাগত হোম নিয়েছেন ৪ উইকেট।
ফতুল্লায় শেখ জামালের বিপক্ষে ২০৫ রানে অলআউট পারটেক্স স্পোর্টিং ক্লাব। তানবির হায়দার ৩০ ও আহরার আমিন করেন ৩৫। শফিকুল ইসলাম ৪টি আর তাইবুর রহমান নেন ৩ উইকেট।
শেখ জামালের হয়ে ম্যাচটা খেলছেন না সাকিব আল হাসান। আবাহনীর বিপক্ষে পরের ম্যাচে ফিরতে পারেন তিনি।