Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

আম্পায়ারিং বিতর্ক নিয়ে আবাহনীর দশে দশ

১ রান করা তামিম ইকবালকে ফিরিয়েছিলেন তাসকিন আহমেদ। ছবি : ফেইসবুক
১ রান করা তামিম ইকবালকে ফিরিয়েছিলেন তাসকিন আহমেদ। ছবি : ফেইসবুক
[publishpress_authors_box]

আবাহনী এবার অপ্রতিরোধ্য। শুরু থেকে দাপটে খেলা নাজমুল হোসেন শান্তর দল আজ (সোমবার) পেল টানা দশম জয়। তামিম ইকবালদের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে তারা হারায় ৫৮ রানে।
মিরপুরে নাইম শেখ ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে আবাহনী করেছিল ৪ উইকেটে ৩৪১ রান। জবাবে মুশফিকুর রহিমের সেঞ্চুরির পরও প্রাইম ব্যাংক অলআউট ২৮৩ রানে।

ফতুল্লায় অপর ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৫ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। পারটেক্স স্পোর্টিংয়ের ২০৫ রানের চ্যালেঞ্জ ৪৬ ওভারে পেরিয়ে যায় শেখ জামাল। তানবির হায়দার ৩০ ও আহরার আমিন করেন ৩৫। শফিকুল ইসলাম ৪টি আর তাইবুর রহমান নেন ৩ উইকেট।
জবাবে শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান ৭৫ বলে অপরাজিত ৭৬ করে সহজ জয় এনে দেন দলকে। শেখ জামালের হয়ে ম্যাচটা খেলেননি সাকিব আল হাসান। আবাহনীর বিপক্ষে পরের ম্যাচে ফিরতে পারেন তিনি।

মিরপুরে আবাহনীর বিপক্ষে ২১তম ওভারে কিপিং গ্লাভস ছেড়ে বোলিংয়ে উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুন। তার চতুর্থ ওভারের প্রথম বলে এলবিডাব্লিউর জোড়ালো আবেদন হয়েছিল নাইম শেখের বিপক্ষে। তিনি তখন ব্যাট করছিলেন ৬৯ রানে। মিঠুনের আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় হতাশা জানাচ্ছিলেন প্রাইম ব্যাংকের খেলোয়াড়রা।

সেঞ্চুরি করেছেন নাইম শেখ ও নাজমুল হোসেন শান্ত। ছবি : ফেইসবুক


বিসিবির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত ম্যাচটির ভিডিও দেখে খালি চোখে মনে হচ্ছিল, বলটা হয়তো স্টাম্পে লাগত। আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে কথা বলতে এগিয়ে আসেন তামিম ইকবাল। এগিয়ে আসেন অন্য ক্রিকেটাররাও।
খেলা বন্ধ ছিল ৪ মিনিটের বেশি। সেই বিতর্ক পেছনে ফেলে সেঞ্চুরি করেন নাইম শেখ। ১০৪ বলে ১০ বাউন্ডারি ২ ছক্কায় ১০৫ রান করেন তিনি। এবারের প্রিমিয়ার লিগে এটাই তার প্রথম সেঞ্চুরি। রেজাউর রাজার বলে মুশফিকুর রহিমের তালুবন্দি হয়ে ফেরেন নাইম। নাজমুল হোসেন শান্তরও লিগে এটা প্রথম সেঞ্চুরি।
তিনি থামেন ৮৫ বলে ১৩ বাউন্ডারি ৪ ছক্কায় ১১৮ রানে। ৪৯তম ওভারে নাজমুল বোল্ড হন হাসান মাহমুদের বলে। সেই ওভারেই আফিফ হোসেনকে ফেরান হাসান মাহমুদ। ২ উইকেট নিলেও ১০ ওভারে এই পেসারের খরচ ৭৬ রান।
১৯৯ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর জুটি বাঁধেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেটে তারা গড়েন ১২৩ রানের জুটি। শান্ত ফিরে গেলেও হৃদয় অপরাজিত ছিলেন ৩৫ বলে ২ বাউন্ডারি ৪ ছক্কায় ৬৫ রানে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে ছুটি নেওয়া লিটন দাস ম্যাচটি খেলেননি আবাহনীর হয়ে।
জবাবে ৭ বলে ১ রান করে তাসকিন আহমেদের বলে নাইম শেখকে ক্যাচ দিয়ে ফেরেন তামিম ইকবাল। শুরুতে দলের সেরা ব্যাটারকে হারানোর ধাক্কাটা আর কাটাতে পারেনি তারা।
মুশফিকুর রহিমের সেঞ্চুরির পরও তারা হারে ৫৮ রানে। মুশফিক অপরাজিত ছিলেন ১০৫ বলে ১৪ বাউন্ডারিতে ১১১ রানে। তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব নেন ৩টি করে উইকেট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত