তীরে গিয়ে তরী ডুবিয়েছে বাংলাদেশ। নিশ্চিত জিততে যাওয়া ম্যাচ উইকেট হাতে থাকার পরও হেরেছে। দক্ষিণ আফ্রিকার ১১৪ রানের সহজ লক্ষ্য পেরেতো পারেনি বাংলাদেশ। তাতে টি-টোয়েন্টিতে প্রথমবার প্রোটিয়াদের হারানোর সুযোগ করেছে হাতছাড়া। হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, ম্যাচটা জেতা উচিত ছিল বাংলাদেশের।
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৪ রানে হেরেছে বাংলাদশে। শেষ ওভারে জিততে দরকার ছিল ১১ রান। ক্রিজে তখন মাহমুদউল্লাহ ও জাকের আলি। দুই হার্ডহিটার থাকায় আশায় বুক বেঁধেছিল বাংলাদেশ। কিন্তু তারা পারেননি। ম্যাচ শেষে শান্ত বলেছেন, “(শেষ ওভারে) সবাই নার্ভাস ছিল, তবে জাকের থাকায় আমরা আত্মবিশ্বাসী ছিলাম। যদিও শেষ পর্যন্ত হয়নি, কী আর করার।”
শেষ ওভারে জাকের আলীর পর আউট হয়েছেন মাহমুদউল্লাহ। বিশেষজ্ঞ আর কোনও ব্যাটার না থাকায় শেষ বলে ৬ রানের প্রয়োজনীয়তা মেটাতে পারেনি বাংলাদেশ। এমন একটি ম্যাচ জিততে না পারার হতাশা গোপন করেননি শান্ত, “এই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। আমরা জয়ের খুবই কাছে চলে গিয়েছিলাম, তবে শেষ কয়েক ওভার তারা (দক্ষিণ আফ্রিকা) দারুণ বোলিং করেছে। ক্রিকেটে এমনটা হতেই পারে।”
বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন শান্ত। বিশেষ করে তানজিম হাসান সাকিবের কথা বলেছেন আলাদাভাবে। ডানহাতি এই পেসার ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, “গত ম্যাচ ধরে খুবই ভালো বোলিং করেছে তানজিম। নতুন বলে আমাদের এমন একজন বোলারই দরকার ছিল, যে শুরুতে উইকেট এনে দিতে পারবে। তানজিম ওর জাত চিনিয়েছে।”