পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জেতার পর ট্রফি নিয়ে ঘুমিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারই পোস্ট করা ছবি নিয়ে আলোচনা হচ্ছে দেশ-বিদেশের সংবাদ মাধ্যমে। কেন সিরিজ জয়ী ট্রফি নিয়ে ঘুমিয়েছে, দেশে ফিরে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতার পর ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন লিওনেল মেসি। মুহূর্তে ভাইরাল হয়েছিল ছবি। ঠিকই একই ঢঙে সিরিজ জয়ী ট্রফি নিয়ে ঘুমিয়েছেন শান্ত। তবে কি মেসিকে নকল করেছেন বাংলাদেশ অধিনায়ক? বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে দেশে ফেরার পর এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন শান্ত।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উত্তরটা দিয়েছেন তিনি এভাবে, “‘জয়টা অনেক স্পেশাল ছিল আমার কাছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, বাংলাদেশের (ক্রিকেটে) সবচেয়ে বড় অর্জন। মুহূর্তটি ভালোভাবে উপভোগ করতে মনে হলো ট্রফিটি নিয়েই ঘুমাই। এটাই আর কী, কাউকে দেখে নয় জিনিসটা। লিওনেল মেসিকে দিয়েই (ট্রফি নিয়ে বিছানায় ঘুমোনো) শুরু হয়েছিল।”
অবশ্য মেসিই প্রথম ট্রফি বিছানায় রেখেছেন, ব্যাপারটা এমন নয়। এর আগেও এমন নজির দেখা গেছে। ১৯৭৮ ইউরোপিয়ান কাপ (এখনকার চ্যাম্পিয়নস লিগ) জয়ের পর ট্রফি নিজের বিছানায় রেখে দিয়েছিলেন লিভারপুল কিংবদন্তি কেনি ডালগ্লিশ।
১৯৭৩ সালে সান্ডারল্যান্ডের হয়ে এফএ কাপ জয়ের পর ট্রফি বিছানায় রেখে সংবাদপত্র পড়ার ছবি তুলেছিলেন ক্লাবটির কিংবদন্তি ববি কার।