Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

চার দশক পর সোলসের সঙ্গে গাইলেন নকীব খান

nakib-khan-with-souls
[publishpress_authors_box]

দীর্ঘ চার দশক পর সোলস-এর সঙ্গে একমঞ্চে গাইলেন ব্যান্ডটির অন্যতম প্রতিষ্ঠাতা নকীব খান। আর এই পুনর্মিলন ঘটেছে লন্ডনে।

লন্ডনের স্থানীয় সময় সোমবার ‘গানে গানে বাংলাদেশ’ শিরোনামে এ কনসার্টে পারফর্ম করে সোলস।

বাংলাদেশে বন্যাদুর্গতদের সহযোগিতায় আয়োজিত কনসার্টটিতে অংশ নিতেই লন্ডনে যায় সোলস-সঙ্গী হন নকীব খানও।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি দেশের মঞ্চে অনেক গান করেছি, সোলসের সঙ্গে বা অন্য মিউজিশিয়ানদের সাথে। কিন্তু দেশের বাইরে, চারদশক পর নিজের পুরনো ব্যান্ডের সাথে পারফর্ম করার অভিজ্ঞতা অতুলনীয়।”

যে কারণে এই কনাসার্টটি আয়োজন হয়েছে তার সফলতাও কামনা করেন নকীব খান।

চার দশক পর নকীব খানের এই এক হওয়াকে উদযাপন করেছে ব্যান্ড সোলস।

নিজেদের ফেইসবুক পেইজে ব্যাকস্টেজের হাস্যোজ্জ্বল ফটোসেশানের ছবি আপলোড করে তারা লিখেছে- ‘আজ ৪০ বছর পর লন্ডনে আমাদের সবার প্রিয় নকীব খান গাইবেন আমাদের সাথে।’

প্রসঙ্গত ১৯৭২ সালে সোলস মৌলিক যাত্রা শুরু হয়।

১৯৭৪ সালে নকীব খান ব্যান্ডটিতে যোগ দেন। তারপর থেকেই নিজেদের গান তৈরি ও পারফর্ম করতে থাকে ব্যান্ডটি। সোলসের ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’সহ আরো বেশ কিছু কালজয়ী গানের সুরকার তিনি।

১৯৮৪ সালে সোলস থেকে বের হয়ে পরের বছর রেনেসাঁ ব্যান্ড গঠন করেন নকীব।   ‘গানে গানে বাংলাদেশ’ কনসার্টটিতে সোলস ছাড়াও আরও পারফর্ম করেন পলাশ, আতিক হাসান, অবন্তী সিঁথি, অমিত, ইনা খান, ফারজানা বীথিসহ বেশক’জন তরুণ শিল্পী।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত