প্রথম বলেই উইকেট। উইকেট নিলেন দ্বিতীয় বলেও। নামিবিয়ার ২৬ বছর বয়সী পেসার রুবেন ট্রাম্পলম্যান ওমানের বিপক্ষে যা করলেন, এতদিন ২৬৩৪টি টি-টোয়েন্টিতে হয়নি সেই কীর্তি। এই ফরম্যাটে হ্যাটট্রিক আছে কয়েকটা। তবে প্রথম দুই বলে দুই উইকেট পাননি আর কেউই।
আজ (সোমবার) ব্রিজটাউনে সেটাই করলেন নামিবিয়ার এই পেসার। প্রথম বলে ক্যাশপ প্রজাপতির পর দ্বিতীয় বলে ওমানের অধিনায়ক আকিব ইলিয়াসকেও এলবিডাব্লিউ করেন রুবেন। শুরুর এই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি ওমান। তারা অলআউট হয়ে যায় ১০৯ রানে।
দক্ষিণ আফ্রিকার ডারবানে জন্ম রুবেনের। তবে জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন নামিবিয়াকে। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে ছাপও রাখলেন নিজের।
গতি আর সুইংয়ের মিশেলে নিলেন ৪ ওভারে ২১ রানে ৪ উইকেট, যা তার ক্যারিয়ার সেরা। আগের সেরা ছিল ২৯ রানে ৪ উইকেট। ম্যাচটা শেষ পর্যন্ত স্মরণীয় হয়েছে নামিবিয়ার সুপার ওভারে জয়ে। পাওয়ারপ্লেতেই ৩টি উইকেট নিয়েছেন রুবেন । এ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বার পাওয়ারপ্লেতে নিলেন ৩ উইকেট। ২০২১ সালে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ওভারেই নিয়েছিলেন ৩ উইকেট!
এই ম্যাচে ওমানের ইনিংসে বিশ্বরেকর্ড হয়েছে এলবিডাব্লিউর। এলবি আউট হয়েছেন ওমানের ৬ ব্যাটার। এর আগে ইনিংসে সর্বোচ্চ ৫টি করে এলবি হয়েছিল তিনটি : নেদারল্যান্ডস (শ্রীলঙ্কা, শারজা ২০২১), স্কটল্যান্ড ( আফগানিস্তান, শারজা ২০২১) ও নেদারল্যান্ডস ( জিম্বাবুয়ে, বুলাওয়ে ২০২২)।
টি-টোয়েন্টি বিশ্বকাপে টাই হওয়া মাত্র চতুর্থ ম্যাচ হল এটা। সবশেষ টাই হয়েছিল ২০১২ বিশ্বকাপে।