Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

নওগাঁ-২ আসনে ভোট ১২ ফেব্রুয়ারি

ইসি
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আগামী ১২ ফেব্রুয়ারি পত্নীতলা-ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত এ আসনে ভোট হবে।

রবিবার কমিশনের সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন তারিখ জানানো হয়েছে।

গত ২৯ ডিসেম্বর নওঁগা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। এর পরিপ্রেক্ষিতে আসনটিতে ভোট স্থগিত করে কমিশন।

প্রজ্ঞাপনে বলা হয়, এ আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি। যাচাই-বাছাই হবে ১৮ জানুয়ারি। বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৯-২৩ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ২৪ জানুয়ারি। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ জানুয়ারি।

তফসিল ঘোষণার পর যেসব বৈধ প্রার্থী রয়েছেন তাদের আর নতুন করে মনোনয়ন দাখিল বা জামানতের অর্থ দিতে হবে না বলে জানিয়েছে কমিশন।

নওগাঁ-২ আসনে এখন পর্যন্ত বৈধ প্রার্থীর সংখ্যা তিন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আখতারুল ইসলাম।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত