বার্সেলোনা-নাপোলি দুই ক্লাবেই খেলেছেন ডিয়েগো ম্যারাডোনা। সেই দুই দল মুখোমুখি চ্যাম্পিয়নস লিগের নকআউটে। ম্যারাডোনার মৃত্যুর পর তার সাবেক দুই ক্লাবের লড়াইয়ের আগে তৈরি হয়েছিল আবেগি আবহ।
বুধবার হতে যাওয়া সেই ম্যাচের ৪৮ ঘণ্টা আগে কোচ ছাঁটাই করল নাপোলি। ওয়াল্টার মেজ্জারাইয়ের জায়গায় মৌসুমের বাকি সময়ের জন্য ইতালিয়ান ক্লাবটি নিয়োগ দিয়েছে ফ্রান্সেসকো কালজোনোকে।
স্লোভাকিয়া জাতীয় দলের হেড কোচ এখন কালজোনা। তবে নাপোলি জানিয়েছে ক্লাবের পাশাপাশি স্লোভাকিয়ার কোচিংও করাতে পারবেন তিনি।
লুসিয়ানো স্পালেত্তির হাত ধরে ৩০ বছর পর ইতালির সিরি ‘এ’ জিতেছিল নাপোলি। এরপরই কোচের পদ থেকে সরে দাঁড়ান স্পালোত্তি। তার চেয়ারে বসেছিলেন রুদি গার্সিয়া। ১৬ ম্যাচ শেষে গত নভেম্বরে ছাঁটাই হন গার্সিয়া। সাত মাসের চুক্তিতে নতুন কোচের দায়িত্ব পান ওয়াল্টার মেজ্জারাই। তিনিও টিকলেন কেবল ১৭ ম্যাচ।
গত শনিবার নিজেদের মাঠে জেনোয়ার সঙ্গে ড্র করেছিল নাপোলি। তাতে শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে ২৭ পয়েন্টে পিছিয়ে পড়েছি নাপোলি। এমন ব্যর্থতাতেই ছাঁটাই হলেন ওয়াল্টার।