Beta
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
Beta
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-মেয়ের

প্রতীকী ছবি। সকাল সন্ধ্যা
প্রতীকী ছবি। সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

নিহত নূর বানু (৬০) ও তার মেয়ে বিলকিস বেগম (৪০) ফতুল্লা ইউনিয়নের মাহমুদপুর বটতলা এলাকা গোলাপ মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর থানার চর-আবাবিল।

স্থানীয় জানিয়েছেন, নূর বানুর স্বামী প্রয়াত নূর মিয়া। আত্মীয়-স্বজন তাদের খোঁজ রাখতেন না। অসহায় মা-মেয়ে দুজনই গৃহকর্মীর কাজ করতেন। তাদের বাড়িওয়ালা গোলাপ মিয়া কুমিল্লায় থাকেন। বাড়ির বিদ্যুতের একটি তার লিকেজ হয়ে লোহার একটি খুঁটি বিদ্যুতায়িত হয়েছিল। বৃদ্ধ নূর বানু সকালে উঠান ঝাড়ু দিচ্ছিলেন। এসময় ওই লোহার খুঁটিতে হাত রাখতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। তার চিৎকার শুনে মেয়ে বিলকিস ছুটে যান। বিলকিস তার মাকে ছাড়াতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এক পর্যায়ে ঘটনাস্থলেই তারা মারা যান।

মা-মেয়ের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে যান ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেজাউল। তিনি জানান, আশপাশের লোকজন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আগেই তারা মারা যান।

থানার ওসি নুর আজম জানান, পুলিশের ধারণা বিদ্যুৎপৃষ্টে মা-মেয়ের মৃত্যু একটি দুর্ঘটনা। তারপরও স্বজনদের কোনও অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত