Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

মোদীর শুভেচ্ছা বাংলাদেশ ভারত দুই দলকেই

বাংলাদেশ ও ভারত দুই দলকেই শুভকামনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বাংলাদেশ ও ভারত দুই দলকেই শুভকামনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
[publishpress_authors_box]

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে শনিবার রাত সাড়ে আটটায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এর আগে দুই দলকে হাসিমুখে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেন, ‘আমি আজ সন্ধ্যায় ক্রিকেট বিশ্বকাপের ম্যাচের জন্য উভয় দলকে শুভকামনা জানাই। বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার এবং আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিই।’ 

অ্যান্টিগায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

শনিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে সুপার এইট শুরু করেছে বাংলাদেশ। শেষ চারে খেলতে হলে ভারত ও আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  নরেন্দ্র মোদী।

যদিও অ্যান্টিগায় ভারত-বাংলাদেশ ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি! স্থানীয় আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে, এই ম্যাচে বড় প্রভাবক হয়ে উঠতে পারে বৃষ্টি। রয়েছে বজ্রবৃষ্টির আশঙ্কা। সেটা সকালে যেমন, বিকালেও তাই। একুয়েদারের রিপোর্ট অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০-১১ টার মধ্যে প্রায় ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অবশ্য এই সময়ের পরই আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত