রাজনৈতিক পট পরিবর্তনের পর জামিনে কারাগার থেকে বেরিয়ে এসেছেন ইসলামী ছাত্রশিবিরের নাছির উদ্দিন।
২৬ বছর বাদে নাছির কারামুক্ত হওয়ার পর তার আইনজীবী বলেছেন, ‘ক্রসফায়ারের ভয়ে’ এতদিন মুক্তির কোনও উদ্যোগ নেননি তিনি।
চট্টগ্রামে শিবিরের ‘দুর্ধর্ষ ক্যাডার’ হিসাবে পরিচিত নাছির রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। তাকে নিতে কারাগারের সামনে ছিলেন পরিবারের সদস্যসহ সংগঠনের নেতা-কর্মীরা।
তার মুক্তির বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, নাছির উদ্দিন সন্ধ্যা ৭টা ১০মিনিটে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার নাছির সর্বশেষ কারাভোগে থাকা একটি মামলায় জামিন পান। সেই মামলায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক হালিম উদ্দিনের আদালতে জামিন আবেদন করা হলে আদালত মঞ্জুর করে।
নাছিরের আইনজীবী মনজুর আহমদ আনসারী বলেন, নাছির উদ্দিন এতদিন ফটিকছড়ির একটি হত্যা মামলায় কারাগারে ছিলেন। গত বৃহস্পতিবার দ্রুত বিচার ট্রাইব্যুনাল তার ওই মামলায় জামিন দেয়। কাগজপত্র তৈরি করে বের হতে রবিবার পর্যন্ত লাগল।
আদালত সূত্রে জানা যায়, নাছিরের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় গুম, খুনসহ প্রায় ৩৬টি মামলা ছিল। সাক্ষী না পাওয়ায় এর মধ্যে ৩১টি মামলায় খালাস পান তিনি। এর মধ্যে রয়েছে অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা, হাটহাজারী ট্রিপল মার্ডার, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে জমির উদ্দিন হত্যা মামলাসহ আরও বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলা। এর বাইরে কয়েকটি মামলায় বিভিন্ন মেয়াদে তার সাজাও হয়। এর মধ্যে দুটির মামলার সাজার মেয়াদ ভোগ করে ফেলেছেন তিনি।
আইনজীবী মনজুর বলেন, “নাছির যখন গ্রেপ্তার হয়েছিল, তখন তার বিরুদ্ধে ৩৬টি মামলা ছিল। তার এখন ফটিকরছড়ির তিনটি হত্যা মামলা চলমান রয়েছে। এর মধ্যে ২০১৬ সালে একটি ২০২৩ সালে আরও একটিসহ দুটি মামলায় জামিন পান। তিনি সবমিলিয়ে ২৬ বছর ৪ মাস চট্টগ্রামসহ বিভিন্ন কারাগারে ছিলেন।”
জামিনের উদ্যোগ এখন নেওয়ার বিষয়ে তিনি বলেন, “এত দিন ক্রসফায়ারের ভয়ে কারাগার থেকে বেরিয়ে আসার আগ্রহ দেখায়নি নাছির ও তার পরিবারের লোকজন। কিন্তু দেশে এখন ক্রসফায়ার নেই। আর উনিও এখন স্বেচ্ছায় বাইরে বেরিয়ে আসার আগ্রহ দেখিয়েছেন। তিনি আর কারাগারে আর থাকতে চান না। একটু আলো-বাতাস নিতে চাইছেন।”
গত দেড় দশনে আওয়ামী লীগের শাসনকালে চাপে ছিল ইসলামী ছাত্রশিবির এবং তাদের মূল দল জামায়াতে ইসলামী।
শেখ হাসিনার সরকার পতনের আগে জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
তবে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর দৃশ্যপট পাল্টে গেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান যে কয়টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন, তার মধ্যে জামায়াতও ছিল। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে বঙ্গভবনে বৈঠকে জামায়াতে ডেকেছিলেন রাষ্ট্রপতিও।