২০২৩ বিশ্বকাপের পর নাসুম আহমেদের জাতীয় দল থেকে ছিটকে পড়ার কারণটা ভিন্ন। আর সব ক্রিকেটারের মতো ফিকে পারফরম্যান্স বা ইনজুরি নয়। সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরাগভাজন হয়ে ওঠায় দলে জায়গা হারান এই স্পিনার।
সেই নাসুম বিসিবিতে পটপরিবর্তনের পর প্রথম ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে সুযোগ পেয়েছেন। নতুন করে ডাক পেয়ে ফেসবুকে “আলহামদুলিল্লাহ” লিখে স্ট্যাটাস দিয়েছেন। নাসুম যে বেশ খুশি তা বোঝাই যাচ্ছে। আর এই ক্রিকেটার যেন আর হতাশায় না ভোগের সে কারণেই বিসিবি আরেকটি সুযোগ দিয়েছে তাকে।
শনিবার নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এমনটাই জানিয়েছেন নাসুমের দলে ফেরা নিয়ে, “আমাদের মনে হয়েছে, নাসুমকে আবার চেষ্টা করে দেখতে পারি। নাসুম অনেক দিন জাতীয় দলে নেই। গত বিশ্বকাপে (ওয়ানডে) খুব একটা ভালো করেনি। তবে অনেক পরিশ্রম করে যাচ্ছে। আমাদের টাইগার্স পোগ্রামে অনেক খেটেছে। আমরা কাছ থেকে পর্যবেক্ষণও করেছি। দিনের পর দিন সুযোগ না পেলে আশাহত হয়ে যেতে পারে। আমরা ভেবেছি, আরেকটা সুযোগ দিয়ে দেখতে পারি।”
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নাসুমের মতো অনেকটা একই কারণে সুযোগ হয়েছে নাহিদ রানার। টেস্টের জন্য তৈরি করা এই পেসারকেও দেখে নেওয়ার জন্য দলে রেখেছে বিসিবি।
ভারতের তরুণ পেসার মায়াঙ্ক আগাওয়ালকে সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে খেলিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক মঞ্চে কেমন করেন তা দেখাই ছিল উদ্দেশ্যে। মায়াঙ্ক ভালো করেছেন। তাই টেস্টে ভালো করা নাহিদকে এবার ওয়ানডেতে দেখে নিতে চান নির্বাচকরা।
এছাড়া পরিবর্তিত পরিস্থিতির কারণে ওপেনার এনামুল হক বিজয়কে বাদ দেওয়ার কথা জানিয়েছেন লিপু। টেস্টের ক্লান্তি দূর করতে তাইজুল ইসলাম ও হাসান মাহমুদকে এই সিরিজে বিবেচনা করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।