Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ওয়ার্ন-মুরালির পাশে লায়ন

বববব
[publishpress_authors_box]

নিউজিল্যান্ডের হারটা অনুমিতই ছিল। বেসিন রিজার্ভ-এ ৩৬৯ রান তাড়া করে জেতার রেকর্ড ছিল না কারও। পারল না নিউজিল্যান্ডও। নাথান লায়নের স্পিনে আজ (রবিবার) চতুর্থ দিন এক সেশনেই তারা অলআউট ১৯৬ রানে।

অস্ট্রেলিয়া চতুর্থ দিনে ম্যাচ জিতল ১৭২ রানে। সঙ্গে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে নিশ্চিত করল সিরিজ। তাতে রেকর্ড-এর পাতা এলোমেলো হয়েছে অনেক। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছেন নাথান লায়ন। প্রথম ইনিংসে তার শিকার ৪ উইকেট।

সবমিলিয়ে ক্যারিয়ারে ৯টি দেশে টেস্টের এক ইনিংস-এ লায়ন নিলেন ৫ বা বেশি উইকেট। এই রেকর্ড আছে শুধু অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন ও শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের।

চতুর্থ ইনিংসে লায়নের উইকেট ১১৯টি, যা দ্বিতীয় সেরা। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি ১৩৮ উইকেট নিয়েছেন শেন ওয়ার্ন।

এ নিয়ে টানা ছয়বার নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়া। ২০০০ সালের পর প্রতিবেশী দেশটিতে খেলা ১১ টেস্টের ১০টি জিতেছে নিউজিল্যান্ড।

১৯৯৩-৯৪ মৌসুম থেকে টানা ১২বার ট্রান্স-তাসমান ট্রফিটা জিতল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড শেষবার জিতেছিল ১৯৯২-৯৩ মৌসুমে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত