Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

শিক্ষকদের দাবির সমর্থনে জাতীয় শিক্ষা-সংস্কৃতি আন্দোলনের মানববন্ধন

শিক্ষকদের দাবির সমর্থনে বুধবার রাজধানী ঢাকার মোহাম্মদপুর টাউনহল বটতলায় জাতীয় শিক্ষা-সংস্কৃতি আন্দোলনের মানববন্ধন।
শিক্ষকদের দাবির সমর্থনে বুধবার রাজধানী ঢাকার মোহাম্মদপুর টাউনহল বটতলায় জাতীয় শিক্ষা-সংস্কৃতি আন্দোলনের মানববন্ধন।
[publishpress_authors_box]

অবিলম্বে শিক্ষকদের ৩ দফা দাবি মেনে নেওয়ার এবং আন্দোলনরত শিক্ষকদের প্রতি সমর্থন জানিয়ে রাজধানী ঢাকায় মানববন্ধন করেছে জাতীয় শিক্ষা-সংস্কৃতি আন্দোলন।

বুধবার মোহাম্মদপুর টাউনহল বটতলায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির মোহাম্মদপুর থানা শাখার আহ্বায়ক ড. তারেকুজ্জামান সুদানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সচিব রুস্তম আলী খোকন, থানা শাখার যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ হোসেন বাবলু, নাজমুল হাসান খান, সদস্য সচিব সন্তু মিত্র, শিক্ষক কাজী শফিকুল ইসলাম, শিক্ষার্থী আসিফ জামান, স্থানীয় শ্রমজীবী নেতা নুরুজ্জামানসহ স্থানীয় নাগরিকবৃন্দ।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী জাতীয় বাজেটে জাতীয় আয়ের ৬ শতাংশ বরাদ্দ দেওয়ার কথা থাকলেও সর্বশেষ বাজেটে বরাদ্দ মাত্র ১.৯ শতাংশ। জাতীয় বাজেটের ২০ শতাংশ শিক্ষা খাতে ব্যয় বরাদ্দের স্থলে বাংলাদেশে বরাদ্দ মাত্র ১২ শতাংশ। এ বরাদ্দের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি, সামরিক শিক্ষা, ধর্ম মন্ত্রণালয়ের নানাবিধ খরচ নানাভাবে সংযুক্ত। ফলে এ বরাদ্দও প্রশ্নবিদ্ধ। যদি সত্যিকার অর্থে শিক্ষা খাতে জাতীয় আয়ের ৬ শতাংশ ও মোট বাজেটের ২০ শতাংশ  বরাদ্দ প্রদান করা হয় তাহলে বাংলাদেশে শিক্ষকদের সকল যৌক্তিক দাবি মেনে নেওয়া সম্ভব।

নেতৃবৃন্দ বলেন, এশিয়া মহাদেশে উন্নত দেশসমূহের অন্যান্য দেশের শিক্ষকদের তুলনায় সবচেয়ে কম বেতন ভাতা বাংলাদেশে। ফলে তাদের নৈতিক মানের অবক্ষয়ও বিদ্যমান। সামাজিক মর্যাদা উত্তরোত্তর হ্রাস পাচ্ছে। এমতাবস্থায় শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি,তাদের নৈতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধির দিকে দৃষ্টি দেয়া জরুরী হয়ে দাঁড়িয়েছে। জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলন শিক্ষকদের চলমান আন্দোলনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত