Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলনের জেরে সৃষ্ট সহিংসতায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : পিআইডি
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলনের জেরে সৃষ্ট সহিংসতায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : পিআইডি
[publishpress_authors_box]

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নিহতদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার এই শোক পালন করা হবে বলে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়।

রাষ্ট্রীয় শোকের দিনে কালো ব্যাজ ধারণের পাশাপাশি মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হবে। এ ছাড়া, মন্দির-গির্জা-প্যাগোডায়ও বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্ত বিকালে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বৈঠকে নিহতদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।

“আজকের বৈঠকে কোটা আন্দোলন নিয়ে যে পরিস্থিতি হয়েছিল সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান একটি প্রতিবেদন উপস্থাপন করেন। পরে এ নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ভিত্তিতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয় এবং আগামীকাল দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত হয়।”

মন্ত্রিসভার শোকপ্রস্তাবে ১৫০ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে। যদিও শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে, টানা কয়েকদিনের আন্দোলন-সংঘাতে ২৬৬ জন নিহত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয় চলতি মাসের শুরুতে। শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের এই আন্দোলন গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতায় রূপ নেয়।

পরের দিন সারাদেশে ছয় জনের মৃত্যু হলে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করে। বাড়তে থাকে সংঘাত, সহিংসতা এবং প্রাণহানি। শুরুতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কারফিউ জারি করে সেনা মোতায়েন করে সরকার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত