সাবেক সাঁতারু, বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ মোহাম্মদ সোলায়মান বুধবার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার লৌহজং উপজেলার যশলদিয়া গ্ৰামে জানাজা শেষে কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে সোলায়মানের বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।
তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
সোলায়মান বাংলাদেশ সাঁতার ফেডারেশনে দীর্ঘদিন সহ-সভাপতি ছিলেন। রোলার স্কেটিং ফেডারেশনে সহসভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাউন্সিলরও ছিলেন।