Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫

জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট হ্যাকড

এনএসসির ওয়েবসাইটে ঢুকলে এমন দৃশ্য দেখা যাচ্ছে।
এনএসসির ওয়েবসাইটে ঢুকলে এমন দৃশ্য দেখা যাচ্ছে।
[publishpress_authors_box]

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ওয়েবসাইট (nsc.gov.bd) হ্যাক হয়েছে। ‘সাইবার ফোর্স সনাতনী’ নামের হ্যাকারদের একটি গ্রুপ এর দায় স্বীকার করেছে।

মঙ্গলবার বিকেলে ক্রীড়া পরিষদের ওয়েবসাইট ভিজিট করলে দেখা যায়, সাইটটি হ্যাক করা হয়েছে। হ্যাকাররা ওয়েবসাইটে লিখেছেন, ‘হ্যাকড বাই সাইবার ফোর্স সনাতনী’।

জাতীয় ক্রীড়া পরিষদ।

এছাড়া হিন্দু ধর্ম এবং হিন্দু দেবদেবীদের প্রতি শ্রদ্ধা করার বার্তা দিয়েছে হ্যাকাররা। সাম্প্রদায়িক নিপীড়ন বন্ধ না হলে দেশের সব সরকারি ওয়েবসাইট হ্যাক করারও হুমকি দিয়েছে তারা।

এ ব্যাপারে জানতে চাইলে এনএসসি সচিব মো. আমিনুল ইসলাম বলেন, “আমাদের ওয়েবসাইট হ্যাক হয়েছে। আমরা এটা পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে সব ঠিক হয়ে যাবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত