Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

লম্বা ছুটিতে গেলেন কাবরেরা

এবার দীর্ঘ দিনের ছুটি কাটাতে স্পেন গেলেন কোচ হাভিয়ের কাবরেরা। ছবি: সংগৃহীত।
এবার দীর্ঘ দিনের ছুটি কাটাতে স্পেন গেলেন কোচ হাভিয়ের কাবরেরা। ছবি: সংগৃহীত।
[publishpress_authors_box]

ক্রীড়াপ্রেমীদের জন্য চলছে মধুমাস। এক দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অন্যদিকে ইউরো ও কোপা আমেরিকা একই সঙ্গে চলছে। বিশ্ব ফুটবলের চরম ব্যস্ততার সময় বাংলাদেশের ঘরোয়া ফুটবলে শীর্ষ পর্যায়ের খেলায় বিরতি।

জাতীয় দল, প্রিমিয়ার ফুটবল লিগ কোনও প্রতিযোগিতাই আগামী মাস দুয়েকের মধ্যে শুরুর সম্ভাবনা নেই। ঠিক এমন সময়ে জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা লম্বা ছুটি কাটাতে দেশে গেছেন।

বিশ্বকাপ বাছাই শেষে বাংলাদেশ দল ১৩ জুন সকালে কাতার থেকে ফেরে। এর দুই দিন পরই কাবরেরা স্পেনের উদ্দেশে রওনা হন। ঢাকায় আবার ফিরবেন ৯ আগস্ট।

সব মিলিয়ে ৫২ দিন ছুটি কাটাবেন জামাল ভূঁইয়াদের কোচ। জাতীয় দলের সাবেক কোচ জেমি ডে ঘন ঘন ছুটি নিয়ে ইংল্যান্ড যেতেন। কাবরেরা অবশ্য বছরে দুই-তিন বারের বেশি ছুটিতে যান না। তবে সেই ছুটিগুলো আবার বেশ লম্বা। বাফুফে যদিও কাবরেরার চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক দিনই ছুটি মঞ্জুর করছে।

জামাল ‍ভূইয়ার পাশে বসে সংবাদ সম্মেলনে হাভিয়ের কাবরেরা।

এই বছর মার্চ উইন্ডোতে দুই ম্যাচের পর ২০ দিন ছুটি কাটিয়েছিলেন কাবরেরা। জুন উইন্ডো শেষে এবার বেশ বড় ছুটি কাটাতে গেলেন এই স্প্যানিশ কোচ।

সেপ্টেম্বর ফিফা উইন্ডোর আগে জাতীয় দলের ব্যস্ততা নেই। ঘরোয়া ফুটবলের মৌসুম শেষ হয়ে এখন চলছে দলবদল। মাঠে খেলাও নেই তাই এই ফাঁকে নিজেদের দেশেই সময় কাটানোর জন্য বেছে নিয়েছেন হ্যাভিয়ের।

 কোচের ফল, দল গঠন ও খেলোয়াড় পরিবর্তন নিয়ে রয়েছে বিস্তর সমালোচনা। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনই এ নিয়ে বিরক্ত কোচের ওপর।

ছুটি কাটাতে স্পেনে গেলেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা।

কোচের মতো ফুটবলাররাও বিশ্রামে। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ডেনমার্ক গেছেন অবসর কাটাতে। ডেনমার্ক থেকে জার্মানিতে গিয়ে ইউরোর কিছু ম্যাচ দেখেছেন তিনি। আরেক প্রবাসী ফুটবলার তারিক কাজীও ফিনল্যান্ড গেছেন। অন্য ফুটবলাররা ঈদ কাটাতে যার যার বাড়িতে। এই অবসর সময়ে জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার স্থানীয় টুর্নামেন্ট খ্যাপ খেলছেন এমন ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত