Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

স্থগিত হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোম-মঙ্গলবারের পরীক্ষা

ss-national-university-23062024
[publishpress_authors_box]

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ও পাস কোর্সের দুইদিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোম ও মঙ্গলবার এসব পরীক্ষা হওয়ার কথা ছিল।

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান সকাল সন্ধ্যাকে জানান, বন্যার কারণে সোমবার অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা এবং মঙ্গলবারের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত চিঠি পেয়েছেন বলেও জানান তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ উদ্দিনের সই করা চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে দুদিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া অন্য সব পরীক্ষার পূর্বঘোষিত তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত