Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

শেষ আটে জার্মানি, জিতেছে ফ্রান্স-ইতালি

ডাচদের ১-০ গোলে হারিয়ে নেশনস লিগে শেষ আট নিশ্চিত করেছে জার্মানি। ছবি : এক্স
ডাচদের ১-০ গোলে হারিয়ে নেশনস লিগে শেষ আট নিশ্চিত করেছে জার্মানি। ছবি : এক্স
[publishpress_authors_box]

ইলকায় গুন্দোয়ান, টমাস মুলার, ম্যানুয়েল নয়্যার ও টনি ক্রুস অবসর নিয়েছেন আগেই। তাদের আনুষ্ঠানিক বিদায়ের আয়োজন করা হয়েছিল আলিয়াঞ্জ অ্যারেনায় জার্মানি–নেদারল্যান্ডস ম্যাচ শুরুর আগে। সে সময় গ্যালারিজুড়ে বিশালাকার এক তিফোয় ভেসে উঠে চারজনের মুখ। জার্মান ভাষায় সেখানে লেখা ‘লেজেন্ড’।

বিদায়ী আয়োজন হলেও আসেননি টনি ক্রুস। জার্মান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ইলকায় গুন্দোয়ান, টমাস মুলার ও  ম্যানুয়েল নয়্যারের হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক। 

ফল

জার্মানি ১ : ০ নেদারল্যান্ডস

ইতালি ৪ : ১ ইসরায়েল

বেলজিয়াম ১ : ২ ফ্রান্স

বসনিয়া ০ : ২ হাঙ্গেরি

এস্তোনিয়া ০ : ৩ সুইডেন

কিংবদন্তিদের আনুষ্ঠানিক বিদায়টা জার্মানি স্মরণীয় করেছে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে। নেশনস লিগে  ‘এ’র গ্রুপ ১ থেকে শেষ আট নিশ্চিত হয়ে যায় তাদের।

ইলকায় গুন্দোয়ান, টমাস মুলার ও ম্যানুয়েল নয়্যারের হাতে বিদায়ী স্মারক। ছবি : এক্স

 ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে জয় পেয়েছে ফ্রান্স ও ইতালি। ১০ জন নিয়েও ফ্রান্স ২-১ গোলে হারায় বেলজিয়ামকে। আর ইতালি ৪-১ গোলে বিধ্বস্ত করে ইসরায়েলকে। 

আলিয়াঞ্জ অ্যারেনায় ৬৪ মিনিটে একমাত্র গোলটি জেমি লুয়েলিংয়ের। অভিষেকেই গোল করলেন ২৩ বছরের তরুণ এই মিডফিল্ডার। ৭৭ মিনিটে শাভি সিমন্সের দূরপাল্লার বুলেট গতির শট ক্রসবারে বাধা পেলে সমতা ফেরানো হয়নি নেদারল্যান্ডসের।

এই জয়ে জার্মানির নিশ্চিত হয়েছে নেশনস লিগের শেষ আট বা কোয়ার্টার ফাইনালও।  লিগ ‘এ’র গ্রুপ ১–এ ৪ ম্যাচ শেষে জার্মানির পয়েন্ট ১০। সমান ম্যাচে নেদারল্যান্ডস ও হাঙ্গেরির পয়েন্ট ৫। বসনিয়ার পয়েন্ট ১। গ্রুপের অপর ম্যাচে বসনিয়াকে ২-০ গোলে হারিয়েছে হাঙ্গেরি।

ফ্রান্সের হয়ে জোড়া গোল করেছেন কোলো মুয়ানি।

প্রতিযোগিতামূলক ফুটবলে ফ্রান্সের বিপক্ষে ৪৩ বছর জয় পায়নি বেলজিয়াম। সেই অপেক্ষাটা বাড়ল আরও। ব্রাসেলসে বেলজিয়ামের বিপক্ষে জোড়া গোল করেন কোলো মুয়ানি। লোইস ওপেন্দা এক গোল ফেরালেও পেনাল্টি মিস করেন বেলজিয়াম অধিনায়ক ইউরি টিলেমানস!

এ’ লিগের দুই নম্বর গ্রুপে ইতালির পয়েন্ট ১০, ফ্রান্সের ৯, বেলজিয়ামের ৪ ও ইসরায়েলের ০।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত