ইতালির বিপক্ষে প্রথম ম্যাচে ১৩ সেকেন্ডে গোল পেয়েছিল ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পেরা তারপরও হেরেছিলেন ম্যাচটা। ধাক্কাটা কাটিয়ে সোমবার নেশনস লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফ্রান্স ২-০ গোলে হারাল বেলজিয়ামকে। গ্রুপের অপর ম্যাচে ইতালি ২-১ গোলে হারিয়েছে ইসরায়েলকে।
এ-২ গ্রুপে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে ইতালি। ফ্রান্স ও বেলজিয়ামের পয়েন্ট সমান ৩। ইসরায়েল পয়েন্ট পায়নি এখনও।
এছাড়া নেশনস লিগে জয় পেয়েছে আর্লিং হলান্ডের নরওয়ে। অস্ট্রিয়াকে ২-১ গোলে হারানো ম্যাচে একবার লক্ষ্যভেদ করেছেন হলান্ড। অপর ম্যাচে রোমানিয়া ৩-১ গোলে লিথুয়ানিয়াকে, তুরস্ক ৩-১ গোলে আইসল্যান্ডকে আর ওয়েলস ২-১ গোলে হারায় মন্টেনেগ্রোকে।
নেশনস লিগের ফল
ফ্রান্স ২ : ০ বেলজিয়াম
ইসরায়েল ১ : ২ ইতালি
রোমানিয়া ৩ : ১ লিথুয়ানিয়া
তুরস্ক ৩ : ১ আইসল্যান্ড
ওয়েলস ২ : ১ মন্টেনেগ্রো
বেলজিয়ামের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পে, অন্তোয়ান গ্রিয়েজমানদের বেঞ্চে বসিয়ে একাদশ গড়েছিলেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। দুই তারকাকে ছাড়া ২৯ মিনিটে কোলো মুয়ানির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। উসমান দেম্বেলের শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও ফিরতি বল জালে জড়ান তিনি।
৫৩ ও ৫৫তম মিনিটে মানু কোনের দুটি শট ক্রসবারের উপর দিয়ে গেলে হতাশা বাড়ছিল ফ্রান্সের। তবে ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে। ডি-বক্সে বল পেয়ে বেলজিয়ামের তিন খেলোয়াড়কে এড়িয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ফ্রান্সের হয়ে ৫১ ম্যাচে এটি তার ষষ্ঠ গোল। বিরতির পর এমবাপ্পে বদলি হয়ে নামলেও আর গোল পায়নি ফ্রান্স। পোস্টে ২৫টা শট নিয়ে ৯টা লক্ষ্যে রেখেছিল তারা।
অপর ম্যাচে ইসরায়েলের বিপক্ষে ইতালির হয়ে দুই গোল করেন দাভিদে ফ্রাত্তেসি ও মোয়েজ কিন। ইন্টার মিলানের মিডফিল্ডার ফ্রাত্তেসি ডি বক্সে বল পেয়ে ইতালিকে এগিয়ে নেন ৩৮ মিনিটে। সেটাই ছিল ম্যাচে ইতালির প্রথম লক্ষ্যে থাকা শট। ফ্রান্সের বিপক্ষে আগের ম্যাচেও গোল পেয়েছিলেন তিনি।
৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোয়েজ কিন। রাসপাদোরির শট গোলরক্ষক ঠেকালেও ফিরতি বল জালে জড়ান তিনি। ৯০তম মিনিটে এক গোল ফেরান মোহাম্মদ আবু ফানি। তবে এরপর আর সমতা ফেরাতে পারেনি ফিফা র্যাঙ্কিয়ে ৭৮ নম্বরে থাকা দলটি।