সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরবিলাস নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহীর নবাব ফুটবল দল। সোমবার জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রাজশাহী নবাব দল ৬- ১ গোলে হারিয়েছে সিলেটের জারা স্পোর্টিং ক্লাবকে।
টুর্নামেন্টের সেরা ফুটবলার তুষ্টি রানী, সর্বোচ্চ গোলদাতা সাবরিনা ও সেরা গোলরক্ষক হয়েছেন জুঁই। টুর্নামেন্টে সিলেটের জারা স্পোর্টিং দলের হয়ে খেলেন ২০২২ সালের নারী সাফজয়ী ফুটবলার মার্জিয়া খাতুন। বর্তমানে জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পড়ে মার্জিয়া বিভিন্ন স্থানীয় টুর্নামেন্টে খ্যাপ খেলে বেড়াচ্ছেন।
গত ১১ ফেব্রুয়ারি হাওরবিলাস ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। সারা দেশের বিভিন্ন জেলার ৮টি নারী ফুটবল দল অংশ নেয় এই টুর্নামেন্টে।
ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্রাদার্সের সাবেক ফুটবলার আবিবুল বারী আয়হান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আল আমিন, সাবেক ইউপি সদস্য সাদেক আলী, সাবেক ফুটবলার আব্দুল কাদির, চায়না মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদল নেতা শামিনুর রহমান ও টুর্নামেন্টের আয়োজক রাকিব ভূঁইয়া।