সামাজিক সংগঠন টুগেদার উই ক্যান ও ফটোগ্রাফি প্রতিষ্ঠান মোমেন্টওয়ালার যৌথ উদ্যোগে নওশাবার ছবির গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
গত ৫ ও ৬ অক্টোবর কক্সবাজার সমুদ্রসৈকতে এসব থিমে ছবি ধারণ করা হয়। ছবি তোলা এবং সার্বিক নির্দেশনায় কাজ করেছেন আলোকচিত্রী নাজমুল হোসাইন।
এ নিয়ে সকাল সন্ধ্যার সঙ্গে কথা হয় নওশাবার। তিনিই জানালেন এ কাজের পেছনের ভাবনা।
“নারী বিষয়টিই প্রকৃতির মতো। প্রকৃতির একটা বিরাট অংশ সমুদ্র। সমুদ্রের একটা প্রলয় আছে, শান্ত রূপ আছে-সৌম্যতা আছে, বিদ্রোহ আছে। সে জায়গা থেকেই আমরা দুর্গাকে সমুদ্রের কাছে নিয়ে দেখতে চেয়েছি। দুর্গার কস্টিউম, গেট-আপ, আর্ট ডিরেকশন, ক্যামেরার কাজ এটা সকলে মিলে আমরা করেছি।”
“এরকম এক ধরনের জায়গা থেকে সকল ভাবনাকে একজোট করে আমরা কাজটা করেছি।”
“…অনেকেই এগিয়ে এসেছেন সহযোগিতায়। কেউ সাহস যুগিয়েছেন কেউবা প্রত্যক্ষভাবে নানা সহযোগিতা দিয়েছেন।”