Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

অধিনায়কত্ব ছাড়া নিয়ে যা বললেন শান্ত

n2
[publishpress_authors_box]
চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম থেকে

চট্টগ্রাম টেস্ট শেষেই কি অধিনায়কত্ব ছাড়বেন নাজমুল হোসেন শান্ত? এ নিয়ে নিশ্চুপ ছিলেন তাইজুল ইসলাম, ফিল সিমন্সরা। তিন দিনে টেস্ট হারার পর আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে বিষয়টা এড়িয়ে যাওয়ার উপায় ছিল না। বিশেষ করে ম্যাচ চলার সময়ই বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ যখন বলেছিলেন শান্ত ছাড়তে চাইলে মেহেদী হাসান মিরাজের সম্ভাবনা নিয়ে।

ফারুক আহমেদ কথা বলায় ব্যাপারটা বিসিবির উপরই ছাড়লেন শান্ত, ‘‘আমার মনে হয় প্রেসিডেন্ট কথা বলেছেন আপনাদের সাথে। সো, এই ব্যাপারে আমি আর কোনো মন্তব্য না করি। হয়তো ক্রিকেট বোর্ড থেকেই একটা (মেসেজ দিবে)।

বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে অধিনায়কত্ব ছাড়া নিয়ে কোনো কথা হয়েছে কিনা, জানতে চাইলে শান্ত বললেন, ‘‘এখন পর্যন্ত হয়নি।’’

সবসময় অধিনায়কত্ব উপভোগ করার কথা বলে এসেছেন শান্ত। তাহলে এখন নির্ভার হয়ে ব্যাটিংয়ের জন্য অধিনায়কত্ব ছাড়তে চাইছেন কেন? শান্ত ব্যাপারটা ঠিক মানলেন না, ‘‘আমি এই বিষয়টা সবসময় বলে আসি, আমি যখন এজ লেভেলে ক্রিকেট খেলেছি তখনও আমি অনেক জায়গায় বলেছি, এই জায়গাটা আমি উপভোগ করি। অধিনায়কত্ব আমি সবসময় উপভোগ করি। এবং লাস্ট কয়েকটা সিরিজ যে ছিল মাঠের ভেতরে আমি অনেক উপভোগ করেছি। আমার সবসময়ের একটা ভালো লাগার জায়গা।’’

এর আগে শান্ত বলেছিলেন অধিনায়কত্বের জন্য ব্যাটিংয়ে চাপ অনুভব করেন না। একই কথা বললেন চট্টগ্রামেও,‘‘আমার কাছে একবারও মনে হয়নি আজকে যখন আমি ব্যাট করছিলাম, আমার মনেই হয়নি আমি অধিনায়ক। সবকিছু আমার একাই করতে হবে ক্যাপ্টেন হিসেবে এমন না, আমি জাস্ট বল দেখি আর ব্যাটিং করি। ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংটা উপভোগ করি। ব্যাটিং করতে তো সবারই ভালো লাগে। চিন্তা থাকে একটাই যে কীভাবে আমি বড় রান করতে পারব।’’

দলের টানা ব্যর্থতা নিয়ে শান্ত বললেন, ‘‘লম্বা সময় ধরেই এ রকম হচ্ছে। টেস্টে টপ অর্ডার থেকে যদি জুটি না হয়, তাহলে পরের ব্যাটসম্যানদের জন্য খুবই কঠিন। ওপরে যারা ব্যাটিং করে, তারা কী চিন্তা করে বা কী ধরনের প্রস্তুতি নেয়, আমি জানি না। তবে এভাবে চলতে থাকলে এ রকম ফলাফলই হবে।’’

মাঠের বাইরের বিতর্ক প্রভাব ফেলছে বাংলাদেশের খেলায়। তবে শুধু এজন্যই যে বাংলাদেশ খারাপ খেলেছে সেটা মনে করছেন না শান্ত, ‘‘এগুলো প্রভাব ফেলতে পারে। তার মানে এই নয় যে এত খারাপ খেলব, এক শ-দেড় শ রানে অলআউট হয়ে যাব। খেলোয়াড়দের এই জিনিসগুলোও মানিয়ে নিতে হবে। দক্ষতার অনেক জায়গা আছে, যেখানে উন্নতি করতে হবে। পাশাপাশি চিন্তাভাবনাতেও পরিবর্তন আনতে হবে। কোন জায়গায় উন্নতি দরকার, এটা খুঁজে বের করতে হবে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত