Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ঝড় আসছে : বললেন শান্ত

shanto6
[publishpress_authors_box]

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল যে টুর্নামেন্টে তেমন কিছু করতে পারবে না, সেই অনুমান অবশ্য আগেই করেছিলেন রিকি পন্টিং, এবি ডি ভিলিয়ার্সরা। তবে আশা ছাড়ছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

নিজের ফেইসবুক পেজে সোমবার রাতে তিনি জানিয়েছেন, প্রস্তুতি ম্যাচে যাই হোক চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁরা কাঁপিয়ে দেবেন! শান্ত লিখেছেন, ‘‘বাংলাদেশের বাঘেরা গর্জন করতে প্রস্তুত আর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে কাঁপিয়ে দেব। তৈরি হও বিশ্ব। একটা ঝড় আসছে।’’

নিজের একটা ব্যাট তাক করা ছবিও দিয়েছেন শান্ত। তাতে মনে হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফিতে সমালোচকদের উড়িয়ে দেওয়ার অপেক্ষায় তিনি। এদিকে শান্তর মত আইসিসিও আশাবাদী বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশ দলকে নিয়ে আবারও পোস্ট করেছে তারা।

শান্ত, জাকের আলী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ—বাংলাদেশের এই চার ক্রিকেটার বিভিন্ন ভঙ্গিতে ছবি দিয়েছে আইসিসি এরপর। ক্যাপশন দিয়েছে, ‘‘বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে গর্জন করতে প্রস্তুত।’’

বাংলাদেশকে নিয়ে দেওয়া এই পোস্টে রিঅ্যাকশন এসেছে প্রায় এক লাখ। আইসিসির পোস্ট করা ছবিতে শান্তর মতো ব্যাট উঁচিয়ে থাকতে দেখা গেছে জাকেরকে। নিজের ফেইসবুক পেজে শান্ত এই ছবিটাই পোস্ট করেছেন।

এদিকে বাংলাদেশ-ভারত ম্যাচের আগে পিটিআইকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের সাবেক ওপেনার ইমরুল কায়েস। জাসপ্রিত বুমরার না থাকাটা বাংলাদেশের জন্য সুযোগ হিসেবে দেখছেন তিনি, ‘‘ভারত শক্তিশালী। তাদের বোলিং আক্রমণ, ব্যাটিং অসাধারণ। তবে বুমরা দলে নেই। ভারতীয় ক্রিকেটে গত দুই বছরে তার অবদান কী, আমাদের সবার জানা সেটা। তার না খেলা বাংলাদেশের জন্য অনেক বড় সুযোগ।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত