প্রিমিয়ার লিগে ব্যাট হাসছে না নাজমুল হোসেন শান্তর। অগ্রণী ব্যাংকের বিপক্ষে প্রথম ম্যাচে ২০ রান করেছিলেন ৫১ বল খেলে। এরপর তার তিনটি ইনিংস ৯, ৩৭ ও ১২। খেলা ৫০ ওভারের হলেও স্ট্রাইক রেট কেবল ৫৩.৭৯।
আবাহনীর জার্সিতে এমন বিবর্ণ হলেও উদ্বিগ্ন নন নাজমুল হোসেন শান্ত। আজ (সোমবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ‘‘দল যতক্ষণ পর্যন্ত ম্যাচ জিতছে, নিজের ব্যাটিং নিয়ে আমি ওইভাবে চিন্তা করছি না।’’
নাহিদ রানা, রিশাদ হোসেন, লিটন দাসদের পিএসএলে খেলা বা না খেলা নিয়ে অবশ্য চিন্তা করার যথেষ্ট কারণ আছে। জিম্বাবুয়ে সিরিজের জন্য বিসিবি তাদের অনাপত্তিপত্র দিবে কিনা সেটাই বড় প্রশ্ন। তবে শান্ত মনে করেন তাদের পিএসএলে খেলা উচিত, ‘‘আমার মনে হয়, এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক—সবকিছুর ওপর।’’
আইপিএল, পিএসএল, বিগ ব্যাশের মতো টুর্নামেন্টে ড্রেসিংরুমে পাওয়া যায় বিশ্বসেরা তারকাদের। তাদের পাশে থেকে শেখার আছে অনেক কিছু। এজন্যই ফ্র্যাঞ্চাইজি লিগে কেউ সুযোগ পেলে তার খেলা উচিত বলে মনে করেন শান্ত, ‘‘বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে একটা অভিজ্ঞতা তৈরি হবে এবং ওই দায়িত্বটা নেওয়া শিখবে। বাইরের যে ক্রিকেটাররা আছে, তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা, সব মিলিয়ে ভালো একটা অভিজ্ঞতা হবে।’’