Beta
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

১০০ রানে অলআউটের ঝুঁকি নিয়েছিলেন রোহিত

r2
[publishpress_authors_box]

১১তম ওভারে ১০০। ফিফটি হয়েছে তৃতীয় ওভারে। টেস্ট নয়, যেন টি-টোয়েন্টিই খেলেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে জিততে হলে এমন আক্রমণাত্মক ক্রিকেটই খেলতে হতো। কেননা বৃষ্টি আর ভেজা আউট ফিল্ডে ভেসে গিয়েছিল ম্যাচের আড়াই দিন।

এভাবে ব্যাট করলে ১০০ রানে অলআউট হওয়ার শঙ্কাও ছিল ভারতের। তবু টেস্টটা জিততে ঝুঁকিটা নিয়েছে ভারত। ম্যাচ শেষে সেই কথাই বললেন রোহিত শর্মা, ‘‘এভাবে ব্যাট করাটা খুবই ঝুঁকির ছিল, কারণ তাতে অল্প রানে অলআউট হতে পারতাম। তবে আমরা এজন্য প্রস্তুত ছিলাম, এমনকি ১০০-১৫০ রানে গুটিয়ে গেলেও আপত্তি ছিল না। ম্যাচে থাকতে আর ফলের জন্য এই ঝুঁকিটা নিয়েছিলাম আমরা।’’

এভাবে খেলেই শেষ পর্যন্ত বাংলাদেশকে হারিয়েছে ভারত। আর হতাশায় ডুবেছেন নাজমুল হোসেন শান্তরা। এমন উইকেটে দ্রুত দুবার অলআউট হওয়ার দায়টা ব্যাটারদের দিলেন শান্ত।

সম্প্রচারকারী চ্যানেলে তিনি বললেন ‘‘দুই টেস্টেই ভালো ব্যাট করতে পারিনি আমরা। এই কন্ডিশনে আমাদের ভালো ব্যাট করতে হবে। ব্যাটাররা ৩০/৪০ বল খেলেই আউট হয়ে গেছে। ব্যাটারদের নামার পর বড় স্কোরের জন্য খেলাটা টেস্ট ম্যাচে গুরুত্বপূর্ণ। মুমিনুল এই ইনিংসে যেভাবে ব্যাট করেছে, সেটা সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। দুই ইনিংসেই ভালো বোলিং করেছে মিরাজ।’’

  দুই ইনিংসে ৩১ ও ১৯ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। ইনিংসটা বড় করতে পারেননি তিনি। ছবি : এক্স

চেন্নাইয়ে ১৪৪ রানে ৬ উইকেট হারানোর পর ১৯৯ রানের জুটি গড়ে ভারতকে বড় স্কোর এনে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। সেই উদাহরণই টানলেন শান্ত, ‘‘অশ্বিন–জাদেজা তখন সত্যিই দারুণ ব্যাট করেছে। বোলিং ইউনিট হিসেবে আমাদের এসব মুহূর্তে দেখতে হবে, কীভাবে উইকেট নিতে পারি। ওই জুটির কাছেই ম্যাচ হেরে গিয়েছিলাম আমরা।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত