Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

শান্তদের আত্মসমর্পণে ত্রিদেশীয় সিরিজ ফেরানোর দাবি

প্রথম টি-টোয়েন্টিতে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ।
প্রথম টি-টোয়েন্টিতে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ।
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

টেস্ট সিরিজে যাচ্ছেতাই ভাবে হেরেছে বাংলাদেশ। কানপুর টেস্টে নাজমুল হোসেন শান্তর দল বিধ্বস্ত হয়েছে আড়াই দিনে। এরপর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ছিল হতাশার। গোয়ালিয়রের ব্যাটিং উইকেটে ১২৭ রানে অলআউট তারা। সূর্যকুমার যাদবের দল সেই চ্যালেঞ্জ পেরিয়ে যায় ১১.৫ ওভারে।

বুধবার (৯ অক্টোবর) দিল্লির রান উৎসবের উইকেটেও ফেবারিট ভারত। প্রথম ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর শান্ত বলেছিলেন, ‘‘কীভাবে ১৮০ করতে হয় জানে না আমাদের ব্যাটাররা।’’ অথচ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরুতে ব্যাট করলে ২০০ রানও নিরাপদ নয়।

তাই আরও একটা একতরফা টি-টোয়েন্টির শঙ্কা করছেন ভারতীয় সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। শুধু বাংলাদেশ নয়, ভারত সফরে আসা বেশিরভাগ দল পারে না প্রতিদ্বন্দ্বীতা করতে।

দিনের পর দিন এমন একতরফা ম্যাচ হলে স্পন্সররা হাত গুটিয়ে নিতে পারে। তাই আকাশ চোপড়া বললেন আবারও হারিয়ে যাওয়া ত্রিদেশীয় সিরিজ ফিরিয়ে আনতে, ‘‘সত্যিটা হচ্ছে, যারাই ভারত সফরে আসছে তারাই সাদামাটা ক্রিকেট খেলছে। তাই কি আবারও ত্রিদেশীয় বা চারদেশীয় ক্রিকেট ফেরানো যেতে পারে? আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেট বাঁচাতে হলে (এই ফ্র্যাঞ্চাইজি যুগে) এটা জরুরি। এখন হয়ত স্পন্সররা টাকা দিচ্ছে কিছু বলছে না। তবে এমন একটা সময় আসবে যখন তারা হাত তুলে নিবে। বলবে, তোমাদের সেরা খেলোয়াড়রা খেলছে না-তবু দল জিতছে। তোমরা ম্যাচ জিতে যাচ্ছ ১০ ওভারেই। তাহলে খেলার মানেটা কি?’’

নিজের ইউটিউব চ্যানেলে ত্রিদেশীয় সিরিজ ফেরানো নিয়ে কথা বলছেন আকাশ চোপড়া।

ভারত সর্বশেষ ত্রিদেশীয় সিরিজ খেলেছিল ২০১৫ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে। সেই সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। আকাশ চোপড়া চান এমন সিরিজ ফিরুক আবারও,‘‘ভারত, বাংলাদেশের সঙ্গে ধরুন আফগানিস্তান থাকলেও রোমাঞ্চকর হত এই সিরিজ। তখন বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হত। কোনও দিন আফগানরা চাপে ফেলার চেষ্টা করত ভারতকে তো আবার কোন দিন সেটা করত বাংলাদেশ। রোমাঞ্চকর হত ব্যাপারটা। এটা ভারত, অস্ট্রেলিয়ার সঙ্গে আফগানিস্তান হতে পারে অথবা ভারত, ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশও থাকতে পারে। তাহলে টুইস্ট থাকবে আর সেটা করা উচিত।’’

এমন সিরিজের জন্য ক্রিকেট বোর্ডগুলোকে লভ্যাংশ ভাগের পরামর্শ দিলেন আকাশ চোপড়া, ‘‘এটা হবে কীভাবে? এখানে বোর্ডগুলোকে লিবারেল হতে হবে, লভ্যাংশ ভাগের মানসিকতা দেখাতে হবে। এখন বিশ্ব অর্থনীতি বদলে গেছে, লিগগুলো দাপট দেখাচ্ছে। তাই আন্তর্জাতিক ক্রিকেট বাঁচাতে হলে (যে কোন ফরম্যাট) বোর্ডগুলোকে এক হতে হবে।’’

ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টিতে টস জিতলে বাংলাদেশ আগে বোলিং নিবে, সেটাও অনুমান করলেন আকাশ চোপড়া, ‘‘ওরা টস জিতলে বোলিং নিবে। আর আমরা জিতলে ব্যাটিং নিব। অতএব ২২০-২৪০ রানের লক্ষ্যের মানসিকতা নিয়ে ব্যাট করতে নামতে হবে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত