চট্টগ্রাম টেস্টে একের পর এক ক্যাচ মিস করে চলেছেন বাংলাদেশি ফিল্ডাররা। প্রথম দিন তারা ক্যাচ ছেড়েছিলেন তিনি। আজ (রবিবার) দ্বিতীয় দিন প্রবাথ জয়াসুরিয়ার ক্যাচ ছাড়লেন তিন জন মিলে!
ইনিংসের ১২১ তম ওভারে খালেদের আহেমেদের বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন জয়াসুরিয়া। সহজ সেই ক্যাচ হাত ফস্কে যায় নাজমুল হোসেন শান্তর।
ছুটে যাওয়া সেই বল যায় শাহাদাত হোসেন দিপুর কাছে। তিনিও সেটা তালুবন্দি করতে পারেননি। তবে বলটা মাটিতে পড়েনি। দিপুর হাত ছুঁয়ে বল যায় তৃতীয় স্লিপে দাঁড়ানো জাকির হাসানের কাছে।
চেষ্টা করেছিলেন জাকিরও। কিন্তু তিনিও তালুবন্দি করতে পারেননি বলটা! স্লিপে দাঁড়ানো তিনজনের অবিশ্বাস্য এই মিসের ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এর আগে প্রথম দিন নাজমুল হোসেন শান্ত ব্যাটের মাঝখানে বল লাগলেও রিভিউ নিয়েছিলেন কুশল মেন্ডিসের বিপক্ষে। কলকাতা পুলিশ নাজমুলের রিভিউ নেওয়ার মুহূর্ত আর টিভি রিপ্লেতে দেখানো মেন্ডিসের মাঝ ব্যাটে বল লাগার মুহূর্তের ছবি দুটি নিয়ে বানিয়েছে মিম।
মিমটিতে নাজমুলের ছবির পাশে লেখা হয়েছে , ‘লোভনীয় লিংকে ক্লিক করার আগে…।’ মেন্ডিসের ব্যাটে বল লাগার মুহূর্তের পাশে লেখা হয়েছে, ‘পরে…।’