Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

রূপালী ব্যাংকের চেয়ারম্যান হলেন নজরুল হুদা

নজরুল হুদা
নজরুল হুদা
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদা। আগামী তিন বছরের জন্য তাকে এই নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ খবর জানানো হয়। এর আগে রূপালী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন কাজী ছানাউল হক।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। দেশে রাজনৈতিক পট পরিবর্তন শুরু হলে পদত্যাগ করতে থাকেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা। সেই সঙ্গে চলে নতুন নিয়োগ।

আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছিল, সেগুলো একে একে বাতিল হতে থাকে। সেখানে দায়িত্ব পেতে থাকেন নতুন ব্যক্তিরা।

এরই ধারাবাহিকতায় রূপালী ব্যাংকেও এল পরিবর্তন।

প্রজ্ঞাপনে রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নজরুল হুদাকে তিন বছর মেয়াদে নিয়োগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এ জন্য ১৯৯১-এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

নিয়ম অনুযায়ী, রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুন চেয়ারম্যান নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে নজরুল হুদার পরিচালক ও চেয়ারম্যান হিসেবে যোগদানের তারিখ আবশ্যিকভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করার জন্য প্রজ্ঞাপনে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত