Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

এবার পেঁয়াজের শুল্ক প্রত্যাহার

কমে আসছে পেঁয়াজের দাম। ছবি: সকাল সন্ধ্যা
কমে আসছে পেঁয়াজের দাম। ছবি: সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

দেশের বাজারে পেঁয়াজের ঝাঁজ কমিয়ে মূল্যস্ফীতি দমাতে এবার আমদানি ও নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করল সরকার।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়েছে।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, অনতিবিলম্বে এই প্রজ্ঞাপন কার্যকর হয়ে ২০২৫ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।

পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক ও ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক রয়েছে।

সরকারের নতুন আদেশের ফলে দেশে শুল্কমুক্ত পেঁয়াজ আমদানির সুযোগ তৈরি হলো।

গত সেপ্টেম্বর মাসেও রাজধানীর বাজারগুলোতে আমদানি পেঁয়াজ প্রতি কেজি ৯০-১০০ টাকা এবং দেশি ১১০-১২০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু অক্টোবর মাসের শেষের দিকে হঠাৎ পেঁয়াজের বাজার অস্থির হয়। তখন ১৮০ টাকা দরেও প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়।

এমন পরিস্থিতিতে গত ৩১ অক্টোবর বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আমদানি শুল্ক ও নিয়ন্ত্রণমূলক শুল্ক অব্যাহতির সুপারিশ করে এনবিআরের কাছে।

এই প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় এনবিআরের সঙ্গে বৈঠকে করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বুধবার ঢাকায় বাজার ও মানভেদে দেশি পেঁয়াজ প্রতি কেজি ১৪০-১৬০ টাকায় বিক্রি হয়েছে। আর আমদানি পেঁয়াজ ৯০-১২০ টাকা দরে প্রতি কেজি বিক্রি হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত