Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
ভারতে বিধানসভা নির্বাচন

মহারাষ্ট্রে এনডিএ, ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোট এগিয়ে

Bidhan_Sava
[publishpress_authors_box]

জাতীয় নির্বাচনের ছয় মাসের মধ্যে ভারতের মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড প্রদেশে বিধান সভা নির্বাচন হলো কিছুদিন আগে।

শনিবার সেই ভোট গণনা চলছে। এনডিটিভির সর্বশেষ খবর অনুযায়ী, মহারাষ্ট্রে ভুমিধ্বস জয় পেতে চলেছে দেশটিতে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ঝাড়খণ্ডে জয়ের পথে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট।

এনডিএ জোট মহারাষ্ট্র বিধানসভার ২৮৮ আসনের মধ্যে ২২৩টি আসনে জয়ের পথে রয়েছে। জয়ের জন্য দরকার ১৪৫টি আসন। এনডিএ জোট রাজ্যটিতে ক্ষমতা রাখবে।

ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য (জনসংখ্যার হিসাবে) মহারাষ্ট্রে মূল লড়াইটা হয়েছে বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে)-এনসিপি (অজিত) জোট ‘মহাজুটি’এবং কংগ্রেস-শিবসেনা (ইউবিটি)-এনসিপি (শরদ) জোট ‘মহাবিকাশ আঘাড়ী’র মধ্যে।

পরাজয়ের পথে থাকা মহাবিকাশ আঘাড়ী এগিয়ে রয়েছে ৫৬টি আসনে। স্থানীয় দলগুলোর সঙ্গে এই জোটেই কংগ্রেস রয়েছে। বাকি ৯টি আসনে স্বতন্ত্রসহ অন্যরা এগিয়ে রয়েছে।

আর ইন্ডিয়া জোট ঝাড়খণ্ড বিধানসভার ৮১টি আসনের মধ্যে ৪৯টি আসনে জয়ের পথে রয়েছে। জয়ের জন্য দরকার ৪১টি আসন।

এখানে মূল লড়াইটা হয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সঙ্গে জেএনএম-কংগ্রেস-আরজেডি-সিপিআইএমএল (লিবারেশন)-এর ‘মহাগাঁটবন্ধন’ এর মধ্যে।

পরাজয়ের পথে থাকা এনডিএ জোট এগিয়ে রয়েছে ৩১টি আসনে।

মহাগাঁটবন্ধন জোট টানা দ্বিতীয়বারের মতো ঝাড়খণ্ডের বিধান সভা নির্বাচনে জয়ী হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে ২৪ বছর পর প্রদেশটিতে কোনও দল একটানা দ্বিতীয়বার সরকার গঠন করতে চলেছে।

ঝাড়খণ্ডে মোট ৮১টি আসনের মধ্যে ৪৩টিতে ভোট হয়েছিল প্রথম দফায় গত ১৩ নভেম্বর। বাকি ৩৮টিতে দ্বিতীয় দফায় ২০ নভেম্বর। মহারাষ্ট্রের ২৮৮ আসনেই ২০ নভেম্বর এক দফায় ভোট হয়েছিল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত