Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

আন্তর্জাতিক মাস্টারের আরেকটি নর্ম পেলেন নীড়

তাহসিন তাজওয়ারকে হারিয়ে দিলেন মনন রেজা নীড়।
তাহসিন তাজওয়ারকে হারিয়ে দিলেন মনন রেজা নীড়।
[publishpress_authors_box]

এপ্রিল মাসে ব্যাংককে ২১ তম ব্যাংকক চেস ক্লাব ওপেন দাবায় পেয়েছিলেন প্রথম আন্তর্জাতিক মাস্টারের (আইএম) নর্ম। এবার দ্বিতীয় আই এম নর্মও পেয়ে গেলেন মনন রেজা নীড়।

চলমান জাতীয় দাবায় মঙ্গলবার এই নর্ম পেয়েছেন তিনি। নবম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার নীড় হারিয়েছে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে। ৯ খেলায় তিনি এই নর্ম নিশ্চিত করেছেন।

নীড় সাদা ঘুঁটি নিয়ে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৪২ চালের মাথায় জয়ী হন। নবম রাউন্ডের খেলা শেষে ফিদে মাস্টার মনন রেজা নীড় ৯ খেলায় ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন। সাড়ে ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান এককভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

ছয় পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ আনসারের গতবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন। বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ সাড়ে পাঁচ চতুর্থ স্থানে রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত