Beta
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
Beta
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

নেপালের ক্রিকেটে জিতেছে বাংলাদেশের ক্লাব

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাইক ক্রিকেটার্সের মুলার।  ছবি: সংগৃহীত
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাইক ক্রিকেটার্সের মুলার। ছবি: সংগৃহীত
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

পাঁচ দেশের আন্তর্জাতিক ক্লাব ক্রিকেটে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশের সাইক ক্রিকেটার্স। রোববার নেপালের রুপান্দেহিরাজ্যের সিদ্ধার্থ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপি কৈরালা মেমোরিয়াল কাপ আন্তর্জাতিক টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের জাভেদ গর আন্তর্জাতিক ক্রিকেট একাডেমিকে ৪২ রানে হারিয়েছে সাইক ক্রিকেটার্স।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৪৭ রান করে সাইক ক্রিকেটার্স। দলটির হয়ে মুলার ২৮ বলে ৪৬, মুনীম ২৪ বলে ২৭ ও সৌরভ ১৭ বলে ২৫ রান করেন। বোলিংয়ে পাকিস্তানের ক্লাবটির রিশাব জোসি ৩.৫ ওভারে ১৭ রানের খরচায় তিনটি ও ইমরান নাজির চার ওভারে ২৩ রানের খরচায় দুই উইকেট তুলে নেন। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের জাভেদ একাডেমি। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাইক ক্রিকেটার্সের মুলার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত