Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

যেখানে সবাইকে ছাড়িয়ে নেপাল

এশিয়ান গেমসে সেঞ্চুরি করেছিলেন কুশাল মাল্লা।
এশিয়ান গেমসে সেঞ্চুরি করেছিলেন কুশাল মাল্লা।
[publishpress_authors_box]

রেকর্ডের পর রেকর্ড হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ- মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচে। হার্দিক পান্ডিয়ার দলের বোলারদের তুলোধুনো করে হায়দরাবাদ করেছিল ৩ উইকেটে ২৭৭ রান, যা আইপিএলের এক ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ড।

২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৫ উইকেটে ২৬৩ ছিল আগের রেকর্ড। সেই ম্যাচ ক্রিস গেইল খেলেছিলেন ৬৬ বলে ১৭৫ রানের ইনিংস।

আইপিএলে হলেও টি-টোয়েন্টি ইতিহাসে এটা সবচেয়ে বেশি রানের রেকর্ড নয়। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল করেছিল ৫ উইকেটে ৩১৪। ২০ ওভারের এই ফরম্যাটে স্বীকৃত কোন ম্যাচে এটাই সবচেয়ে বেশি রানের রেকর্ড।

নেপালি ব্যাটাররা ওভারপিছু রান নিয়েছিলেন ১৫.৭০ রেটে! ৫০ বলে ৮ বাউন্ডারি ১২ ছক্কায় ১৩৭ রানে অপরাজিত ছিলেন কুশাল মাল্লা। জবাবে কেবল ৪১-এ গুটিয়ে ২৭৩ রানে হারে মঙ্গোলিয়া। এতে বেশি রানের ব্যবধানে হারের নজিরও নেই টি-টোয়েন্টিতে।

হায়দরাবাদের ইনিংসটা চতুর্থ সেরা। ২০১৯ সালে দ্বিতীয় সেরা ২৭৮ রানের ইনিংস গড়েছে দুই দল। এর একটি আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের অপরটি তুরস্কের সঙ্গে চেকপ্রজাতন্ত্রের।

টি-টোয়েন্টির সেরা ৫ ইনিংস

দল               রান               বিপক্ষ           সাল

নেপাল           ৩১৪/৫          মঙ্গোলিয়া       ২০২৩

আফগানিস্তান  ২৭৮/৩          আয়ারল্যান্ড     ২০১৯

চেকপ্রজাতন্ত্র   ২৭৮/৪           তুরস্ক             ২০১৯

হায়দরাবাদ      ২৭৭/৩          মুম্বাই              ২০২৪

পাঞ্জাব            ২৭৫/৬          অন্ধ্র               ২০২৩

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত