Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

যেখানে সবাইকে ছাড়িয়ে নেপাল

এশিয়ান গেমসে সেঞ্চুরি করেছিলেন কুশাল মাল্লা।
এশিয়ান গেমসে সেঞ্চুরি করেছিলেন কুশাল মাল্লা।
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

রেকর্ডের পর রেকর্ড হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ- মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচে। হার্দিক পান্ডিয়ার দলের বোলারদের তুলোধুনো করে হায়দরাবাদ করেছিল ৩ উইকেটে ২৭৭ রান, যা আইপিএলের এক ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ড।

২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৫ উইকেটে ২৬৩ ছিল আগের রেকর্ড। সেই ম্যাচ ক্রিস গেইল খেলেছিলেন ৬৬ বলে ১৭৫ রানের ইনিংস।

আইপিএলে হলেও টি-টোয়েন্টি ইতিহাসে এটা সবচেয়ে বেশি রানের রেকর্ড নয়। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল করেছিল ৫ উইকেটে ৩১৪। ২০ ওভারের এই ফরম্যাটে স্বীকৃত কোন ম্যাচে এটাই সবচেয়ে বেশি রানের রেকর্ড।

নেপালি ব্যাটাররা ওভারপিছু রান নিয়েছিলেন ১৫.৭০ রেটে! ৫০ বলে ৮ বাউন্ডারি ১২ ছক্কায় ১৩৭ রানে অপরাজিত ছিলেন কুশাল মাল্লা। জবাবে কেবল ৪১-এ গুটিয়ে ২৭৩ রানে হারে মঙ্গোলিয়া। এতে বেশি রানের ব্যবধানে হারের নজিরও নেই টি-টোয়েন্টিতে।

হায়দরাবাদের ইনিংসটা চতুর্থ সেরা। ২০১৯ সালে দ্বিতীয় সেরা ২৭৮ রানের ইনিংস গড়েছে দুই দল। এর একটি আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের অপরটি তুরস্কের সঙ্গে চেকপ্রজাতন্ত্রের।

টি-টোয়েন্টির সেরা ৫ ইনিংস

দল               রান               বিপক্ষ           সাল

নেপাল           ৩১৪/৫          মঙ্গোলিয়া       ২০২৩

আফগানিস্তান  ২৭৮/৩          আয়ারল্যান্ড     ২০১৯

চেকপ্রজাতন্ত্র   ২৭৮/৪           তুরস্ক             ২০১৯

হায়দরাবাদ      ২৭৭/৩          মুম্বাই              ২০২৪

পাঞ্জাব            ২৭৫/৬          অন্ধ্র               ২০২৩

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত