১০ বছর পর বিশ্বকাপে ফিরেছে নেপাল। সেই ২০১৪ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল তারা। তখন রোহিত পাউদেলের বয়স ১১ বছর। সেই রোহিতের নেতৃত্বে এবার বিশ্বকাপে ফিরল দক্ষিণ এশিয়ার দেশটি।
ডালাসে নেপালের প্রথম ম্যাচ দেখতে ভরে গিয়েছিল গ্যালারি। প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস। কিন্তু পুরো স্টেডিয়াম যেভাবে নেপালি সমর্থকে ছেয়ে গেছে তাতে বোঝার উপায় নেই ম্যাচটা ডালাসে হচ্ছে না কীর্তিপুরে!
নেপালে ক্রিকেট নিয়ে উন্মাদনা আছে আগে থেকে। আজ তার প্রত্যক্ষদর্শী হলেন বিশ্ববাসী। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে যেদিকে চোখ যায় সবখানেই নেপালের জন্য গলা ফাটাচ্ছেন দর্শকরা। নেপালের জার্সি পড়া সমর্থকে ছেয়ে গেছে স্টেডিয়াম। একটু পরপরই উঠেছে মেক্সিকোন ওয়েভ। এমনকি ডাচ সমর্থকরাও উপভোগ করছিলেন এই পাগলামি।
কাঠমান্ডু আর কীর্তিপুরেও উৎসব হয়েছে রীতিমতো। হাজার হাজার মানুষ খেলা দেখেছেন বড় পর্দায়। শৃঙ্খলা নিয়ন্ত্রণে বরাদ্দ করতে হয়েছিল পুলিশ পর্যন্ত।
শুধু সাধারণ দর্শকরা নন, দেশটির সংসদ সদস্যরাও ক্যামেরাবন্দী হন নেপালের জার্সি গায়ে!