Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

আমরা আপনাদের শত্রু না- ইরানি জনগণকে নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
[publishpress_authors_box]

ইরানের সামরিক ও পারমাণিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আবার েদশটির জনগণের উদ্দেশে বন্ধুত্বের বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেছেন, “আমরা আপনাদের ঘৃণা করি না। আপনারা আমাদের শত্রু নন। আমাদের একটি সাধারণ শত্রু, তাহলো একটি স্বৈরাচারী শাসন। প্রায় ৫০ বছর ধরে এই শাসন আপনাদের একটি সুন্দর জীবনের সুযোগ কেড়ে নিয়েছে।”

শুক্রবার ইরানে হামলা চালানোর পরপরই এক ভিডিও বার্তায় এই আক্রমণের উদ্দেশ্য ব্যাখ্যার পাশাপাশি ইরানের জনগণের প্রতি সৌহার্দ্যের বার্তা দেন নেতানিয়াহু।

তিনি বলেন, “আমার কোনও সন্দেহ নেই যে এই স্বৈরাচার থেকে আপনাদের মুক্তির দিন আগের চেয়েও কাছাকাছি। যখন সেই দিন আসবে, ইসরায়েলি ও ইরানিরা, আমাদের দুটি প্রাচীন জাতি একজোট হব। আমরা একসাথে সমৃদ্ধি, শান্তি ও আশার একটি ভবিষ্যৎ গড়ে তুলব।”

গত বছরজুড়ে উত্তেজনার পর শুক্রবার তেহরানসহ ইরানের ছয়টি শহরে সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে অন্তত দুই দফায় বিমান হামলা চালায় ইসরায়েল।

এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানসহ অন্তত তিনজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। মারা গেছেন ছয়জন পরমাণু বিজ্ঞানীও।

ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরায়েলি হামলায় তেহরানের তাজরিশ এলাকায় অন্তত ৫০ জন আহত হয়েছেন, যাদের শামরান হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩৫ জনই নারী ও শিশু।

ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের তেহরানের একটি ভবন।
ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের তেহরানের একটি ভবন।

জবাবে ইরানও অন্তত ১০০টি ড্রোন হামলা চালিয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের দামামা বেজে উঠেছে।

আল জাজিরার সাংবাদিক দোরসা জাব্বারি বলেছেন, “এটা পুরোপুরি অপ্রত্যাশিত। এবারের হামলা আগের যে কোনও সময়ের চেয়ে ব্যাপক ও ধ্বংসাত্মক।

“এটা চলতে থাকবে, তেমন ভাবার কোনও সুযোগ নেই। এটা কোথায় গিয়ে থামবে, তাও বোঝা যাচ্ছে না।”

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে ইরানে হামলা চালিয়েছে তারা। এই অভিযানের নাম তারা দিয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন’।

ভিডিও বার্তায় নেতানিয়াহুও বলেন, ইরান নয়টি পারমাণবিক বোমা তৈরির মতো ইউরেনিয়াম এরই মধ্যে সমৃদ্ধ করেছে। পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদও গড়ে তুলেছে।

“এই ক্ষেপণাস্ত্রগুলো কয়েক মিনিটের মধ্যে ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে পারে। প্রতিটি এক টন বিস্ফোরক বহন করে। অতএব আমরা সেগুলো অপসারণের জন্য কাজ করছি।”

নেতানিয়াহু বলেন, “আমরা ইতিহাসের সেই শিক্ষা গ্রহণ করেছি। যখন একজন শত্রু বলে যে সে আপনাকে ধ্বংস করতে চায়, তাকে বিশ্বাস করুন। যখন শত্রু আপনাকে ধ্বংস করার ক্ষমতা তৈরি করে, তাকে থামান।

“আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই হুমকির মধ্যে রেখে যেতে পারি না। আমরা যদি এখনই পদক্ষেপ না নিই, তাহলে আর কোনও প্রজন্ম থাকবে না। আমরা যদি এখনই পদক্ষেপ না নিই, তাহলে আমরা আর থাকব না।”

তথ্যসূত্র : টাইমস অব ইসরায়েল

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত