Beta
শনিবার, ২ নভেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২ নভেম্বর, ২০২৪

২০ বছর পর সেমিফাইনালে নেদারল্যান্ডস

er
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

নেদারল্যান্ডস ২ : ১ তুরস্ক

ঘুরে দাঁড়ানোর গল্প লিখে দুই দশকের খরা কাটাল নেদারল্যান্ডস। ইউরোর কোয়ার্টার ফাইনালে তুরস্কের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েছিল তারা।  শেষ দিকে কমলা ঝড় তুলে ২-১ গোলের জয়ে ২০ বছর পর ইউরোর সেমিফাইনালের টিকিট পেল ডাচরা।

৭০ মিনিটে ডাচ সেন্টার-ব্যাক স্তেফান দে ফ্রাই সমতা ফেরানোর পর ৭৬ মিনিটে রাইট-ব্যাক মের্ত মুলডুর আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয় নেদারল্যান্ডসের। আর বিদায় হয়ে গেল তুর্কি মেসিখ্যাত আরদা গুলেরের। সেমিফাইনালে নেদারল্যান্ডস মুখোমুখি হবে ইংল্যান্ডের। অপর সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স।

তুরস্কের ডিফেন্ডার দেমিরালের বিতর্কিত স্যালুটের কারণে দুই ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে উত্তপ্ত ছিল গ্যালারি। অলিম্পিয়াস্তাদিওনের গ্যালারিতে ছিলেন তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান। তার সামনে নেদারল্যান্ডসের ফুটবলাররা বল পেলেই গ্যালারি থেকে দুয়ো দিয়েছেন তুর্কি সমর্থকরা। ডাচরা জবাবটা দিল বল পায়েই।

 ম্যাচ শেষে ডাচ কোচ রোনালদ কোম্যান বললেন, ‘‘আমরা শুধু ভালো দল ছিলাম বলেই জিতিনি। আমরা লড়াই করেছি আর হাল ছাড়িনি শেষ পর্যন্ত।’’

ম্যাচে তুরস্কে ১৫টি শট পোস্টে নিয়ে লক্ষ্যে রেখেছিল ৪টি। আর নেদারল্যান্ডস ১১টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৪টি। এবারের ইউরোয় প্রথম তিনটি কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে কোনও গোল হয়নি। ৩৫ মিনিটে খরাটা কাটান তুরস্কের ডিফেন্ডার সামিত আকায়দিন। 

কর্নার থেকে ডাচ রক্ষণ বলটি বিপদমুক্ত করতে পারেনি। ফিরতি বলে আরদা গুলের দারুণ পাস পেয়ে করা হেডারে লক্ষ্যভেদ আকায়দিনের। গ্রুপ পর্বে পর্তুগালের বিপক্ষে আত্মঘাতী গোল করার শাপমোচনই করলেন তিনি।

বিরতির পর ম্যাচে ফিরে নেদারল্যান্ডস। ভাউট ভেগহোর্স্ট প্রথমার্ধের শেষ মিনিটে বদলি নেমে গতি বাড়ান ডাচ আক্রমণের। এরই ধারাবাহিকতায় তারা সমতা ফেরায় ৭০ মিনিটে। মেম্ফিস ডিপাইয়ের ক্রসে হেডে গোল করেন সেন্টার-ব্যাক স্তেফান দে ফ্রাই। তাকে বাঁধা দেওয়ার মতো আশেপাশে ছিলেন না তুরস্কের কোনও ফুটবলার।

৭৬ মিনিটে নিজেদের রক্ষণের ভুলে আত্মঘাতী গোল হজম করে তুরস্ক। ডেনজেল ডামফ্রিজ ডান প্রান্ত থেকে বাড়ানো ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন মের্ত মুলডু। এবারের ইউরোয় এটি ১০ম আত্মঘাতী গোল। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে লাল কার্ড দেখেন তুরস্কের ইয়ালদ্রিম। এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল না তাদের।  তাতেই ২০০৪ সালের পর ইউরোর সেমিফাইনাল নিশ্চিত হয় ডাচদের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত