Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

নেত্রকোণায় ঘুমের ওষুধ খেয়ে কনস্টেবলের ‘আত্মহত্যা’

ss-rubel-11-6-24
Picture of আঞ্চলিক প্রতিবেদক, ময়মনসিংহ

আঞ্চলিক প্রতিবেদক, ময়মনসিংহ

নেত্রকোণায় ঘুমের ওষুধ খেয়ে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। সহকর্মীদের ধারণা, তিনি আত্মহত্যার জন্যই অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছিলেন।

প্রাণ হারানো ওই পুলিশ সদস্যের নাম রুবেল মিয়া (২৮)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, রবিবার রাতে থানার ব্যারাকে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন রুবেল। পরে তাকে নেত্রকোণা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ময়মনসিংহে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সোমবার বিকালের দিকে তার মৃত্যু হয়।

রুবেল মিয়া নেত্রকোণা মডেল থানায় কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি গ্রামের মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের ছেলে।

রবিবারও দায়িত্বপালন শেষে ঘরে ফিরে রাতের খাবার খান রুবেল। লুৎফুর রহমান জানান, এরপর রাতে জানা যায় তিনি অসুস্থ। প্রাথমিকভাবে মনে হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে সে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছে।

রুবেলের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কনস্টেবল কাউসারের উন্মত্ততা পুলিশকে দিচ্ছে কোন বার্তা

কনস্টেবল রুবেল মিয়া সাড়ে ৮ বছর আগে যোগ দেন পুলিশে। দেড় বছর আগে তিনি নেত্রকোণা মডেল থানায় যোগদান করেন।

এ বিষয়ে নেত্রকোণা মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান লুৎফর রহমান।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত