Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

প্রথম কাজ কী, ঠিক করেছেন গভর্নর আহসান মনসুর

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর।
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর।
Picture of আবদুর রহিম হারমাছি

আবদুর রহিম হারমাছি

রাজনৈতিক পট পরিবর্তনের পর গভর্নরের দায়িত্ব পাওয়া আহসান এইচ মনসুর আর্থিক খাতে শৃঙ্খলা আনতে সবার আগে ব্যাংক লুটেরাদের শাস্তি দিতে চান, কমাতে চান মূল্যস্ফীতি।

তবে রাজনৈতিক অস্থিরতার এই সময়ে প্রত্যাশার পারদ না চড়াতেও সবার প্রতি আহ্বান রেখেছেন এই অর্থনীতিবিদ।

“আমার কাছে এমন কোনও ম্যাজিক নেই, যা দিয়ে রাতারাতি সব ঠিক করে ফেলব,” বলেছেন তিনি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেন।

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গভর্নর হিসাবে মঙ্গলবার নিয়োগ পেয়েছেন আহসান মনসুর।

নিয়োগ পাওয়ার পার মঙ্গলবার রাতে সকাল সন্ধ্যাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি

নতুন গভর্নর বলেন, “গত কয়েক বছরে ব্যাংকিং খাতে বড় বড় লুটের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রক সংস্থা হিসাবে বাংলাদেশ ব্যাংক কোনও ব্যবস্থা নেয়নি। এই সব ব্যাংক লুটেরাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চাই। আর এর মধ্য দিয়ে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই।”

আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনকালে ব্যাংক খাতে বিশৃঙ্খলা ছিল আলোচিত বিষয়। গোটা ব্যাংক খাত গুটিকয়েক গোষ্ঠীর হাতে কুক্ষিগত হয়ে পড়েছিল।

আহসান মনসুর বলেন, “একেবারেই বিশৃঙ্খল অবস্থা। যে করেই হোক এটাতে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে। এজন্য কঠিন কিছু পদক্ষেপ নিতে হবে। সেগুলো অবশ্যই নেওয়া হবে।”

পুঁজিবাজারের নাজুক অবস্থা নিয়ে তিনি বলেন, “স্টক মার্কেটের সঙ্গে ব্যাংকিং খাতের একটা সম্পর্ক রয়েছে। শেয়ার বাজারের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সহায়ক মূল্য সব ব্যবস্থা নেওয়া হবে।”

বর্তমানে দেশের অর্থনীতিতে সবচেয়ে উদ্বেগজনক সূচক মূল্যস্ফীতি। মূল্যস্ফীতির চাপে মানুষ খুবই কষ্টে আছে স্বীকার করে নিেয় আহসান মনসুর বলেন, “তাই মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে সবচেয়ে বড় অগ্রাধিকার।

“অন্য সব দেশের কেন্দ্রীয় ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংকেরও অন্যতম প্রধান কাজ হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। আমাদের মূল্যস্ফীতি এখন অনেক বেশি। এটাকে সহনীয় মাত্রায় নিয়ে আসাই হবে প্রধান অগ্রাধিকার। সেক্ষেত্রে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সবই নেওয়া হবে।”

দেশে সার্বিক মূল্যস্ফীতি এখন ১১ দশমিক ৬৬ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি ১৪ দশমিক ১০ শতাংশে উঠেছে। মূল্যস্ফীতির এই চিত্র সাড়ে ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

ঠিক এ রকম সময়েই বাংলাদেশ ব্যাংকের ত্রয়োদশ গভর্নরের দায়িত্ব পেলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসা আহসান মনসুর। চার বছরের জন্য এই পদে নিযুক্ত হয়েছেন তিনি।

আহসান মনসুর বলেন, “নতুন দায়িত্ব, কিছুটা চ্যালেঞ্জিংও বটে। তবে সবাইকে নিয়েই আমি নিষ্ঠার সঙ্গে কাজ করব।”

আহসান মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিতে এই পদের সর্বোচ্চ বয়সসীমা ‍তুলে দিতে হয়েছে সরকারকে।

আইনে গভর্নরের বয়সসীমা ছিল ৬৭ বছর। আহসান মনসুরের বয়স ৭২ হওয়ায় বাংলাদেশ ব্যাংক আইন ২০২০ এর সংশ্লিষ্ট ধারা বিলুপ্তির প্রস্তাব মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়। এরপর তাকে নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত