Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

পিএসসির নতুন চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

মোবাশ্বের মোনেম
মোবাশ্বের মোনেম
[publishpress_authors_box]

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। সরকারি চাকরিতে নিয়োগ সংক্রান্ত দায়িত্ব পালনের এই সাংবিধানিক সংস্থাটির দায়িত্ব পেয়েছেন ড. মোবাশ্বের মোনেম।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

মোবাশ্বের মোনেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক। এই বিভাগ থেকেই ১৯৮৬ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। পরে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইডিও করেন।

তাকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমকে সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুযায়ী, তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে ৫ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া; এর মধ্যে যা আগে ঘটে, সে সময় পর্যন্ত সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে বহাল থাকবেন।

মঙ্গলবার পিএসসির চেয়ারম্যান পদ থেকে সোহরাব হোসাইনের পদত্যাগের পরদিনই নতুন চেয়ারম্যান নিয়োগ দিল সরকার।

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেয় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

যেহেতু এই আন্দোলনের শুরুটা হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে, তাই সরকার পতনের পর থেকেই পিএসসির সংস্কারের দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে। এই দাবির মুখে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেন সোহরাব হোসাইন। সেই সঙ্গে একই দিন পিএসসি সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন আরও ১২ সদস্য।

বাংলাদেশের সংবিধানে সরকারি কর্ম কমিশনের গঠন ও কাজ নিয়ে আলাদা একটি অধ্যায় রয়েছে। পাঁচ অনুচ্ছেদের সেই অধ্যায় অনুযায়ী, পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের পাঁচ বছরের জন্য অথবা তাদের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত সময়ের জন্য তাদের নিয়োগ দেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত