Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সাবেক সচিব নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন

নতুন সিইসি এ এম এম নাসির উদ্দীন।
নতুন সিইসি এ এম এম নাসির উদ্দীন।
[publishpress_authors_box]

অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দিয়ে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে পাঁচ সদস্যের কমিশন গঠনের কথা জানানো হয়।

এর মধ্য দিয়ে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করার প্রায় আড়াই মাস পর নতুন নির্বাচন কমিশন গঠন করা হলো। পরবর্তী জাতীয় নির্বাচন আয়োজনের দায়িত্ব নবগঠিত এই নির্বাচন কমিশনের কাঁধেই থাকবে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বৃহস্পতিবার রাষ্ট্রপতি বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব জনাব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগদান করেছেন।

বাকি চার নির্বাচন কমিশনার নিয়োগের কথা জানানো হয় মন্ত্রিপরিষদ বিভাগে আরেকটি প্রজ্ঞাপনে।

তারা হলেন– অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা আদেশ দুটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে শূন্যতা পূরণে দেশে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। গত ৮ আগস্ট নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারের গুরুত্বপূর্ণ সব দপ্তরের শীর্ষ পদে আসে পরিবর্তন। পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারাও পদত্যাগ করে সরে দাঁড়ান।

এর ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করে বিদায় নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত