Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

দায়িত্ব পেয়ে বঙ্গভবনে আইজিপি ময়নুল

পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন।
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন।
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

চেইন অব কমান্ড বজায় রেখে উন্নত মনোবল ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন ও সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।     

পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন।

মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে ময়নুল ইসলামকে নতুন আইজিপি হিসেবে নিয়োগের আদেশ দেওয়া হয়। 

উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনটিতে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন দায়িত্ব পেয়েই বুধবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান আইজিপি ময়নুল ইসলাম। তাকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, “দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

“বিরাজমান পরিস্থিতিতে দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পুলিশকেই এ কাজ করতে হবে।”

দেশে যেকোনো অরাজক পরিস্থিতি ও লুটতরাজ বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল মো. আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত