Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

সালমান-আনিস-শাজাহানের বিরুদ্ধে নতুন হত্যা মামলা

আদালতের হাজতখানায় আনিসুল হক ও সালমান এফ রহমান।
আদালতের হাজতখানায় আনিসুল হক ও সালমান এফ রহমান।
[publishpress_authors_box]

বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারেই রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিয়ষক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক এমপি শাজাহান খান ও সাদেক খান।

তাদের বিরুদ্ধে নতুন আরও কয়েকটি হত্যা মামলা হয়েছে। এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করেছিল পুলিশ।

মঙ্গলবার সকালে শুনানি শেষে সেসব আবেদন মঞ্জুর করেছেন ঢাকার মহানগর হাকিম মো. সাইফুজজামান।

এর মধ্যে সালমান এফ রহমান ও আনিসুল হককে ঢাকার শেরেবাংলা নগর থানা ও তেজগাঁও থানার আলাদা দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে শাজাহান খান ও সাদেক খানকে তেজগাঁও থানার আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

সবগুলো মামলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে চলা বিক্ষোভে গুলিতে নিহতদের পরিবারের পক্ষ থেকে করা।

সকালে শুনানিকে আসামিদের পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। তবে আদালত সবগুলো আবেদনই নামঞ্জুর করে দেয় এবং আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকেই অপ্রকাশ্যে চলে যান আওয়ামী লীগের নেতাকর্মী ও দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রী-এমপিরা।

৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে সাবেক সরকার সংশ্লিষ্টদের নামে মামলা হতে শুরু করে। সেইসঙ্গে আটক ও গ্রেপ্তার হতে শুরু করেন সাবেক মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগ নেতারা। যার ধারাবাহিকতায় গ্রেপ্তার হন সালমান এফ রহমান, আনিসুল হকসহ অন্যরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত