ঢাকার সরকারি সাতটি কলেজকে নিয়ে নতুন যে বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত হয়েছে তার নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)।
রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই নাম জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ড. ইউনূসের আসন্ন চীন সফর সম্পর্কে জানাতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
উপ-প্রেস সচিব বলেন, “নামটি চূড়ান্ত করার আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ইমেইলের মাধ্যমে বিভিন্ন অংশীজনদের মতামত নিয়েছে। পাশাপাশি সাত কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ২৮টি টিমও নিজেদের মধ্যে আলোচনা করে মতামত দিয়েছে। সবকিছুর পর আজ ইউজিসিতে এই ২৮টি টিমের দলনেতাদের সঙ্গে বসে বিশ্ববিদ্যালয়ের নামটি চূড়ান্ত করা হয়েছে।”
যে সাতটি কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে সেগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এই কলেজগুলোয় মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই লাখ, যাদের জন্য শিক্ষক রয়েছেন এক হাজার জন।
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনিক কাঠামো কেমন হবে তার রূপরেখা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।
আজাদ মজুমদার বলেন, “এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট অনুমোদন করলে অন্তর্বর্তী প্রশাসনের কাঠামোটি চূড়ান্ত হয়ে যাবে।
“বিশ্ববিদ্যালয়টি পরিচালনার জন্য একজন অন্তর্বর্তী প্রশাসক থাকবেন। এই সাত কলেজের যারা অধ্যক্ষ রয়েছেন, তাদের মধ্য থেকেই একজন হবেন নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক। যিনি মনোনীত হবেন, তার কলেজটাই হবে এই বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস।”
এর আগে ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। অধিভুক্ত করার পর থেকেই শুরু হয় নানা ধরনের সমস্যা। শুরু থেকেই যথাসময়ে পরীক্ষা ও ফল প্রকাশের দাবিতে আন্দোলনে নামতে হয় শিক্ষার্থীদের। ছোট ছোট বিভিন্ন সমস্যা ধীরে ধীরে বড় ক্ষোভে পরিণত হয়, যার ফলে সেসব সমাধানে পথে নামেন শিক্ষার্থীরা।
তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত জানুয়ারি মাসে কলেজগুলোকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এসব কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন শিক্ষার্থী ভর্তি করা হবে না বলে ঘোষণা দেওয়া হয়।