পুঁজি মাত্র ১০৮ রান। এত অল্প রান নিয়ে নিউজিল্যান্ড কখনও টি-টোয়েন্টি জিতেনি। তেমনি এত অল্প রান তাড়া করে হারেনি শ্রীলঙ্কাও। দুটি রেকর্ডই বদলে গেল রবিবার ডাম্বুলায়। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয়টিতে কিউইরা পেল ৫ রানের রুদ্ধশ্বাস জয়। সিরিজটা শেষ হলো ১-১ সমতায়।
ষষ্ঠ ও অষ্টম ওভার মিলিয়ে হ্যাটট্রিক করে নিউজিল্যান্ডকে দুরন্ত সূচনা এনে দেন লকি ফার্গুসন। টানা তিন বলে তিনি ফেরান কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস আর অধিনায়ক চারিথ আসালঙ্কাকে। সেই হ্যাটট্রিক আর ৮২ রানে ৭ উইকেট হারালেও তবে পাথুম নিশাঙ্কার ফিফটিতে জয়ের পথেই ছিল শ্রীলঙ্কা।
শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৮ রান। সেই ওভারে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে স্মরণীয় জয় এনে দেন গ্লেন ফিলিপস। দ্বিতীয় বলে নিশাঙ্কা (৫২ রান), তৃতীয় বলে পাথিরানা আর পঞ্চম বলে ফেরেন মহেশ থিকসানা।
বিশ্বরেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক মিচেল হেই। ম্যাচে ৬টি ডিসমিসাল তার। এর ৫টি ক্যাচ, অপরটি স্টাম্পিং। টি-টোয়েন্টিতে এক ম্যাচে আগের সবচেয়ে বেশি ৫ ডিসমিসালের নজির ছিল আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদের।