Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

রাচিন-উইলিয়ামসনের রানও করতে পারেনি প্রোটিয়ারা

কাইল জেমিসনের আরেকটি উইকেট। এই পেসার দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৪ উইকেট। ছবি: টুইটার
কাইল জেমিসনের আরেকটি উইকেট। এই পেসার দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৪ উইকেট। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রথম ইনিংসে রাচিন রবীন্দ্র খেলেন ২৪০ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে করেন ১২। অন্যদিকে দুই ইনিংসেই শতক পাওয়া কেন উইলিয়ামসনের রান ১১৮ ও ১০৯। এই দুই ব্যাটারের সর্বমোট রান ৪৭৯। দক্ষিণ আফ্রিকা দুই ইনিংস মিলিয়েও তাদের রান করতে পারেনি। অনভিজ্ঞ স্কোয়াড নিয়ে নিউজিল্যান্ড সফরে যাওয়া প্রোটিয়াদের মোট সংগ্রহ ৪০৯!

স্বাভাবিকভাবেই মাউন্ট মঙ্গানুই টেস্ট বড় ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। আজ (বুধবার) চতুর্থ দিনেই রেকর্ড জয় পেয়েছে নিউজিল্যান্ড। প্রোটিয়াদের ২৪৭ রানে অলআউট করে পেয়েছে ২৮১ রানের বিশাল জয়। রানের হিসাবে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ জয়।

কিউইরা ৪ উইকেটে ১৭৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ঠিক হয় ৫২৯ রান। রানপাহাড়ে চাপা পড়া প্রোটিয়ারা শুরুতেই পথ হারায়। এরপরও ২৪৭ রান করতে পেরেছে ডেভিড বেডিংহামের চমৎকার ব্যাটিংয়ে। সতীর্থদের ব্যর্থতার মাঝে ৯৬ বলে ৮৭ রান করেছেন তিনি। এছাড়া জুবায়ের হামজা ৩৬, রুয়ান ডি সোয়ার্ডট ৩৪ ও রায়নার্ড ফন টন্ডার করেন ৩১ রান।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার কাইল জেমিসন। এই পেসার ১৭ ওভারে ৫৮ রান দিয়ে নেন ৪ উইকেট। এছাড়া মিচেল স্যান্টনার ৫৯ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট।

নিউজিল্যান্ডের উইকেট পেসারদের জন্য স্বর্গভূমি। যদিও এই টেস্টে দাপট দেখিয়েছেন স্পিনাররা। মাউন্ট মঙ্গানুইয়ে স্পিনাররা পেয়েছেন ১৭ উইকেট। এর আগে সবশেষ ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটন টেস্টে স্পিনাররা এমন দাপট দেখিয়েছিলেন। সেবারও তারা পেয়েছিলেন ১৭ উইকেট।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত