Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫

সব হারিয়ে জ্বলে উঠল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড-৫৬
[publishpress_authors_box]

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে নিউজিল্যান্ডের। তাদের সুপার এইটে না খেলা নিশ্চিত হয়ে গেছে গ্রুপ পর্বের দুই ম্যাচ বাকি থাকতেই। সব হারানো কিউইরা বড্ড দেরিকে জ্বলে উঠল। দুর্বল প্রতিপক্ষ উগান্ডাকে নিয়ে আক্ষরিক অর্থেই খেলেছে তারা। তাতে কেবল সান্ত্বনার জয়ই পেয়েছে নিউজিল্যান্ড।

শনিবার (১৫ জুন) ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে উগান্ডাকে মাত্র ৪০ রানে অলআউট করে ৯ উইকেটের জয় পেয়েছে কিউইরা। ১৮.৪ ওভার পর্যন্ত টিকে থাকার লড়াই করেছে আফ্রিকার দেশটি। সহজ এই লক্ষ্য মাত্র ১ উইকেট হারিয়ে ৫.২ ওভারে টপকে গেছে কেন উইলিয়ামসনরা।

কিউই পেসারদের তোপে দিশেহারা হয়ে পড়েছিল উগান্ডা। আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চমক দেওয়া দলটি বিশ্ব আসরে কিছুই করতে পারছে না। ট্রেন্ট বোল্ট-টিম সাউদি-লকি ফার্গুসনদের তোপের মুখে অসহায় আত্মসমর্পণ করেছে দলটির ব্যাটাররা।

ম্যাচসেরার পুরস্কার জেতা টিম সাউদি ৪ ওভারে মাত্র ৪ রান দিয়ে নেন ৩ উইকেট। বোল্ট ৪ ওভারে ৭ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। ফার্গুসন ৪ ওভারে ৯ রানে নেন ১ উইকেট। টি-টোয়েন্টির ইতিহাসে এই প্রথম কোনও দলের পেসাররা পূর্ণ ৪ ওভার বোলিং করে কেউই ১০ রান খরচ করেননি। শুধু এই তিনজন নন, বাকি দুই বোলার- মিচেল স্যান্টনার (৮ রানে ২ উইকেট) ও রাচিন রবীন্দ্রও (৯ রানে ২ উিইকেট) করেছেন কৃপণ বোলিং।

তাদের চমৎকার বোলিংয়ের সামনে উগান্ডার একজন ব্যাটার শুধু যেতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। মিডল অর্ডার ব্যাটার কেনিথ ওয়াইশা করেন ১১ রান।

৪১ রানের লক্ষ্যে ফিন অ্যালেন ৯ রানে বিদায় নেন। এরপর কিউইদের জয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন ডেভন কনওয়ে (১৫ বলে ২২*) ও রাচিন রবীন্দ্র (১ বলে ১*)।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত