Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫

আর্সেনালকে বিদায় করে ফাইনালে নিউক্যাসল, মিলানে অভিষেকে গোল ফেলিক্সের

আর্সেনালকে লিগ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ২-০ গোলে হারিয়েছে নিউক্যাসল। ছবি : এক্স
আর্সেনালকে লিগ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ২-০ গোলে হারিয়েছে নিউক্যাসল। ছবি : এক্স
[publishpress_authors_box]

তিন দিন আগে ম্যানচেস্টার সিটিকে গোলবন্যায় ভাসিয়েছিল আর্সেনাল। মিকেল আর্তেতার সেই দলই লিগ কাপের সেমিফাইনালে আত্মসমর্পণ করল নিউক্যাসলের কাছে। প্রথম লেগে তারা হেরেছিল ২-০ গোলে।

বুধবার ফিরতি লেগেও ২-০ গোলে জিতে লিগ কাপের ফাইনালে পৌঁছল নিউক্যাসল। ১৯ মিনিটে জ্যাকব মার্ফি নিউক্যাসলকে এগিয়ে নেওয়ার পর ৫২ মিনিটে ব্যবধান বাড়ান অ্যান্থনি গর্ডন। চতুর্থ মিনিটে আলেকসান্দার ইসাকের গোল অফসাইডের জন্য বাতিল না হলে জয়ের ব্যবধানটা বড় হতে পারত আরও।

১৯তম মিনিটে এগিয়ে যেতে পারত আর্সেনাল। মার্টিন ওডেগার্ড-এর শট ফিরে পোস্টে লেগে আর সেই ‍ফিরতি বল পেয়েই প্রতি আক্রমণে উঠে গোল পায় নিউক্যাসল! ৫২ মিনিটে বক্সে ফাঁকায় বল পেয়ে প্রথম ছোঁয়ায় প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেছিলেন অ্যান্থনি গর্ডন। এর কিছুক্ষণ আগে তার ৩৫ গজ দূর থেকে নেওয়া শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছিল।

মিলানে অভিষেকে গোল করেছেন জোয়াও ফেলিক্স। ছবি : এক্স

এদিকে ধারে চেলসি থেকে এসি মিলানে খেলতে এসেছেন জোয়াও ফেলিক্স। কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে অভিষেকে গোলও পেয়েছেন তিনি। রোমাকে ৩-১ গোলে হারানো ম্যাচে ৭১ মিনিটে লক্ষ্যভেদ করেন ফেলিক্স।

 মিলানের অপর দুটি গোল টেমি আব্রাহামের। সেই আব্রাহাম আবার রোমা থেকেই এক বছরের জন্য ধারে এসেছেন মিলানে!

কোপা ইতালিয়ায় পাঁচবারের চ্যাম্পিয়ন এসি মিলান সেমিফাইনালে খেলবে ইন্টার-লাৎিসও ম্যাচের জয়ীর সঙ্গে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত