Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

আসলে মারা গেছেন কোন জেমস

James-Darren
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

মারা গেছেন হলিউড অভিনেতা, গায়ক এবং পরিচালক জেমস ড্যারেন। লস অ্যাঞ্জেলেসের সিডার-সিনাই হাসপাতালে সোমবার ঘুমের মাঝেই মারা যান তিনি।

এদিকে জেমস ড্যারেনের মৃত্যুর খবরে বাংলাদেশে সংগীতপ্রেমীদের মাঝে দেখা দিয়েছে বিভ্রান্তি। অনেকেই ধরে নিয়েছেন দেশের ব্যান্ড অঙ্গনে ‘গুরু’ বলে চেনা সংগীতশিল্পী জেমস মারা গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে জিজ্ঞাসা চলছে, জেমস কি আসলেই মারা গেছেন?

ফেইসবুকে দেশীয় সংবাদমাধ্যমের পেইজে খবরের ফটোকার্ডে লেখা শিরোনাম থেকেই এমন বিভ্রান্তি ছড়িয়ে যায়। কারণ অনেকেই কমেন্ট থ্রেডে দেওয়া লিংক থেকে বিস্তারিত খবর আর পড়ে দেখেন না।

জেমস ড্যারেনের পরিবার, বন্ধু ন্যান্সি সিনাত্রা এবং মার্কিন সংবাদমাধ্যমের বরাতে নিশ্চিত হওয়া গেছে, মৃত্যুর আগে হাসপাতালের কার্ডিয়াক ইউনিটে চিকিৎসাধীন ছিলেন ৮৮ বছর বয়সী এই হলিউড তারকা।

বাবাকে নিয়ে ছেলে জিম মোরেট বলেন, “তিনি একজন ভালো মানুষ ছিলেন। খুব প্রতিভাবানও ছিলেন। আর ছিলেন চির তরুণ।”

১৯৫৯ সালে মুক্তি পাওয়া ‘গিজেট’ সিনেমায় সার্ফার তরুণ ‘মুন্ডোগি’ চরিত্রে দর্শকের ভালোবাসা কুড়ান জেমন ড্যারেন। এরপর ১৯৬১ সালে ‘গিজেট গোওজ হাওয়াইন’ এবং ১৯৬৩ সালে ‘গিজেট গোওজ টু রোম’ সিনেমাতেও দেখা যায় তাকে। একাধারে এই তিনটি সিকুয়েলে অভিনয় করা তিনিই একমাত্র অভিনেতা ছিলেন।

‘গিজেট’ সিনেমার জনপ্রিয় টাইটেল গানটিও জেমস ড্যারেনের গাওয়া ছিল।

এর আগে ‘অপারেশন ম্যাডবল’ ও ‘গানমেনস ওয়াক’ সিনেমাতেও কাজ করেছিলেন এ অভিনেতা। ‘দ্য গানস অব নাভারোন’, ‘দ্য জিন কৃপা স্টোরি’, ‘অল দ্য ইয়াং মেন’ ও ‘বিকজ দে আর ইয়ং’ সিনেমাতেও দেখা গেছে তাকে।

আইএমডিবিতে জেমস ড্যারেনকে নিয়ে অংশে বলা আছে, “লম্বা, সুদর্শন জেমস ড্যারেন প্রশিক্ষক স্টেলা অ্যাডলারের শিক্ষানবীশ ছিলেন। ৫০ -এর দশকে টিন এইজ বয়সীদের জন্য সিনেমাগুলোতে গুরু থেকে পাওয়া দীক্ষার ছাপ রাখেন তিনি।

“ওই সময়ের আরও অনেক টিন এইজ হার্টথ্রবের চেয়ে ভালো অভিনেতা ছিলেন জেমস ড্যারেন।”

৬০ -এর দশকের মাঝামাঝিতে গায়ক জেমস ড্যারেনের খ্যাতির যাত্রা শুরু হয়। ‘গুডবাই ক্রুয়েল ওয়ার্ল্ড’, ‘হার রয়াল ম্যাজেস্টি’ হিট গান হয়ে ওঠে। এছাড়া অন্তত ১৪টি অ্যালবাম প্রকাশ হয়েছিল তার।

সিনেমার কাজ কমে আসতে থাকলেও এরপর তিনি টিভিতে কাজে মনোযোগী হন। ১৯৯৬ সালে ‘দ্য টাইম টানেল’ এবং ১৯৮২ সালে ‘টি জে হুকার’ ছিল তার জনপ্রিয় টিভি সিরিজ।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে ১৯৩৬ সালের ৮ জুন জন্ম হয় জেমস ড্যারেনের। হলিউডে জেমস ড্যারেন নামে পরিচিত হলে এই তারকার আসল নাম জেমস উইলিয়াম এরকোলানি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত